সংবাদ শিরোনাম ::
পাইকগাছায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে কোস্ট
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
পাইকগাছায় দেলুটির বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। রোববার সকাল থেকে এ কার্যক্রম পরিচালা করে তারা। ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড।
সম্প্রতি অতিরিক্ত জোয়ারের কারণে খুলনার পাইকগাছা পাইকগাছা উপজেলার ভদ্রা নদী সংলগ্ন বাঁধ ভেঙ্গে ১৩ টি গ্রাম প্লাবিত হয়। তাতে জনজীবন বিপন্ন হওয়াসহ ফসল ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
ভেসে গেছে চিংড়িঘের ও পুকুরের মাছ। এরূপ দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
পানি বন্দীদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় মানুষদের শুকনা খাবার, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে কোস্ট গার্ড।