পাইকগাছায় মানবসম্পদ উন্নয়নে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৭:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সভার আয়োজন করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন। পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সোলাইমান হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা টিটিসি’র অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সরদার বদিউজ্জামান, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি এসএম আমিনুল ইসলাম, সম্পাদক বাহারুল আলম, অধ্যক্ষ মোঃ আজহার আলী।
পলাশ শেখ এর পরিচালনায় বক্তব্য রাখেন, অবঃ জেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার মন্ডল, সাবেক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক আমান উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, মুফতি আশরাফুল হোসেন, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, আতিয়ার রহমান, সরদার আঃ মজিদ, মতিয়ার রহমান, দিপক চন্দ্র সরকার, সঞ্জয় কুমার মন্ডল, মোঃ শামছুর রহমান, মোঃ খাইরুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, আঃ হামিদ, জিয়াদ আলী, শফিকুল ইসলাম।