পাটকেলঘাটায় রিক্সা, ভ্যান ট্রেড ইউনিয়নের কার্যালয় উদ্বোধন
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
পাটকেলঘাটায় গতকাল সোমবার বেলা ১ টায় রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ী শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়।
সরুলিয়া ইউনিয়ন শেখ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোঃ আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আবু হুরায়রা, তালা উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাস্টার আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আঃ হালিম, মাওঃ রেজাউল করিম, সরুলিয়া ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মোঃ রেজওয়ান হোসাইন, পাটকেলঘাটা ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আঃ হামিদ। বক্তারা শ্রমিকদের জীবন মান উন্নয়ন, ন্যায্য মজুরি নিশ্চিত করণ, স্বাস্থ্যসেবা সহ শিক্ষা ও সামাজিক জীবন মান তুলে ধরেন। এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের পাটকেলঘাটা প্রধান কার্যালয়ের সভাপতি শেখ ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের খান, মাহফুজুর রহমান সোহাগ, পুলোক কুমার ঘোষ, আরশাফ আলি, শফিকুল ইসলাম প্রমুখ।




















