পাটকেলঘাটায় ১৯৬টি মন্ডপে দূর্গা উৎসব
- আপডেট সময় : ৪৩ বার পড়া হয়েছে
উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ দূর্গা পূজা। মহামায়ার মহাষষ্ঠীর মধ্য দিয়ে চার ছেলেমেয়েকে নিয়ে উমা কৈলাশ থেকে আজ রোববার বাপের বাড়ি এসে পাঁচ দিন থেকে ফিরে যাবেন শ্বশুর বাড়ি। জাকজমকপূর্ণ ভাবে এই উৎসব উদযাপন করেন এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী মানুষ।
বিশ্বাস করা হয় যে, এই উৎসব অশুভ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয়ের প্রতীক। বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দূর্গা পূজা একটি। পাঁচ দিন ধরে দূর্গা পূজার উৎসব পালিত হয় । যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে।
দূর্গা পুজার পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। এটি সকলেরই প্রায় জানা। তবে অনেকেরই অজানা, প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষের শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দূর্গা পূজার সূচনা হয়। এবার তালা উপজেলায় মোট ১৯৬টি পূজা মন্ডপে দূর্গা পূজা হতে যাচ্ছে। যার মধ্য হতে পাটকেলঘাটা থানার ৫টি ইউনিয়নে ৮৩টি পূজা মন্ডপ এবং তালা থানার ৭টি ইউনিয়নে ১১৩ টি পূজা মন্ডপে মহাষষ্টীর মধ্য দিয়ে আজ শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দূর্গা পূজা।

















