সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় ৩য় বার কন্যা সন্তান হবে জেনে গৃহবঁধুর আত্মহত্যা
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
সাতক্ষীরার পাটকেলঘাটায় ২ কন্যা সন্তানের জননী আবারো অন্তসত্ত্বা ৩য়বার কন্যা ভুমিষ্ট হওয়ার খবর পেয়ে গতকাল সোমবার নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে কনিকা রায় (৩৫) নামের এক গৃহবঁধু।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, হরিনখোলা গ্রামের অমেলন্দু মন্ডলের স্ত্রী কনিকা রানীর পূর্বে দুটি কন্যা সন্তান রয়েছে। ইতি পূর্বে কনিকা আবারও গর্ভবতী অবস্থায় আল্ট্রাসনো করে জানতে পারে ৩য় বারের মত তার আরও একটি মেয়ে হবে। গতকাল সিজার করার কথা ছিল। পর পর ৩ কন্যা সন্তান হবে এই ভেবে অনুতপ্ত হয়ে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পাটকেলঘাটা থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।


















