ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

পাথরঘাটায় জাতীয় নির্বাচনে তরুণ-নেতৃত্বাধীন সংলাপ অনুষ্ঠিত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার পাথরঘাটায় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তরুণদের নেতৃত্বে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে, যার শিরোনাম ছিল ‘তারুণ্যের কণ্ঠে জনগণকেন্দ্রিক ইশতেহার’। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) পাথরঘাটা উপজেলা পরিষদ হলরুমে এ সংলাপ আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও (এনএসএস) নজরুল সৃতি সংসদ, একশন এইড বাংলাদেশের সহযোগিতায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ জেড এম সালে ফারুক এবং একশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার আরিফ সিদ্দিকী। এছাড়া বরগুনা জেলা ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী এবং তরুণ সমাজের সদস্যরা সংলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে শাহাবুদ্দিন পান্না বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের পরিবর্তনের নেতৃত্ব দেবে। তাদের চিন্তা, চেতনা ও দাবি যদি রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়, তবে জনগণকেন্দ্রিক উন্নয়ন সম্ভব হবে।”
বিএনপি নেতা এ জেড এম সালে ফারুক বলেন, “তরুণদের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনী ইশতেহার পূর্ণতা পায় না। তাদের বাস্তবভিত্তিক চাহিদা ও পরামর্শ রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।”
একশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার আরিফ সিদ্দিকী বলেন, “একশন এইড বাংলাদেশ বরাবরই তরুণদের ক্ষমতায়ন, গণতান্ত্রিক চর্চা ও ন্যায্য উন্নয়নের পক্ষে কাজ করে যাচ্ছে। এই সংলাপের মাধ্যমে স্থানীয় তরুণদের মতামত জাতীয় পর্যায়ের আলোচনায় যুক্ত হবে।”
সংলাপে তরুণ প্রতিনিধিরা তাদের জনগণকেন্দ্রিক ইশতেহার তুলে ধরেন, যেখানে তারা শিক্ষা, কর্মসংস্থান, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু পরিবর্তন, নারী অংশগ্রহণ এবং স্থানীয় প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনার মাধ্যমে বরগুনার তরুণরা আগামী জাতীয় নির্বাচনে জনগণের জীবনমান উন্নয়ন, সমতা, ন্যায় এবং স্থানীয় বাস্তবতার প্রতিফলন ঘটিয়ে দলীয় ইশতেহার প্রণয়নের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাথরঘাটায় জাতীয় নির্বাচনে তরুণ-নেতৃত্বাধীন সংলাপ অনুষ্ঠিত

আপডেট সময় :

বরগুনার পাথরঘাটায় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তরুণদের নেতৃত্বে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে, যার শিরোনাম ছিল ‘তারুণ্যের কণ্ঠে জনগণকেন্দ্রিক ইশতেহার’। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) পাথরঘাটা উপজেলা পরিষদ হলরুমে এ সংলাপ আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও (এনএসএস) নজরুল সৃতি সংসদ, একশন এইড বাংলাদেশের সহযোগিতায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ জেড এম সালে ফারুক এবং একশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার আরিফ সিদ্দিকী। এছাড়া বরগুনা জেলা ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী এবং তরুণ সমাজের সদস্যরা সংলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে শাহাবুদ্দিন পান্না বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের পরিবর্তনের নেতৃত্ব দেবে। তাদের চিন্তা, চেতনা ও দাবি যদি রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়, তবে জনগণকেন্দ্রিক উন্নয়ন সম্ভব হবে।”
বিএনপি নেতা এ জেড এম সালে ফারুক বলেন, “তরুণদের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনী ইশতেহার পূর্ণতা পায় না। তাদের বাস্তবভিত্তিক চাহিদা ও পরামর্শ রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।”
একশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার আরিফ সিদ্দিকী বলেন, “একশন এইড বাংলাদেশ বরাবরই তরুণদের ক্ষমতায়ন, গণতান্ত্রিক চর্চা ও ন্যায্য উন্নয়নের পক্ষে কাজ করে যাচ্ছে। এই সংলাপের মাধ্যমে স্থানীয় তরুণদের মতামত জাতীয় পর্যায়ের আলোচনায় যুক্ত হবে।”
সংলাপে তরুণ প্রতিনিধিরা তাদের জনগণকেন্দ্রিক ইশতেহার তুলে ধরেন, যেখানে তারা শিক্ষা, কর্মসংস্থান, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু পরিবর্তন, নারী অংশগ্রহণ এবং স্থানীয় প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনার মাধ্যমে বরগুনার তরুণরা আগামী জাতীয় নির্বাচনে জনগণের জীবনমান উন্নয়ন, সমতা, ন্যায় এবং স্থানীয় বাস্তবতার প্রতিফলন ঘটিয়ে দলীয় ইশতেহার প্রণয়নের আহ্বান জানান।