পাথরঘাটায় তারকাঁটার বেড়া কেটে প্রবাসীর জমি দখলের চেষ্টা
- আপডেট সময় : ৮৪ বার পড়া হয়েছে
বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে এক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ উঠেছে তোফাজ্জল হোসেন ওরফে মোজাম্মেল এর বিরুদ্ধে। আজ শনিবার সকালে পাথরঘাটা প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন প্রবাসী ইব্রাহিমের বাবা নুরুল ইসলাম।
এর আগে গত ২৯ আগষ্ট রাতে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা এলাকায় অভিযুক্ত তোফাজ্জল হোসেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রবাসী ইব্রাহিমের জমির কাঁটাতারের বেড়া কেটে জমি দখলের চেষ্টা চালায়।
ভুক্তভোগী ইব্রাহিমের বাবা নুরুল ইসলাম জানান, প্রায় তিন বছর আগে তার ছেলে ও স্ত্রীর নামে স্থানীয় কুদ্দুস শিয়ালির কাছ থেকে ৬ কাঠা জমি ক্রয় করেন। পরে তিনি জমির চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে ঘর তোলে ও ঘের তৈরি করেন। কিন্তু সম্প্রতি প্রতিবেশী তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী রাতে ওই বেড়া কেটে ফেলে এবং কাঁটাতার নিয়ে যায়।
নুরুল ইসলাম আরও বলেন, বেড়া কাটার পর থেকে তোফাজ্জল আমার ছেলেকে হুমকি দিচ্ছে জমির দখল নিতে দেবেনা বলে। এর আগে ইব্রাহিমের নামে মিথ্যা মামলা দিয়েও হয়রানি করেছে তারা। এছাড়াও তোফাজ্জলের জমিতে রোপন করা গাছ প্রবাসী ইব্রাহিমের জমিতে হেলে পরেছে এবং ওই গাছের ডাল-পালা তার জমিতে পরে ভেঙে পরে। এত ইব্রাহিমের তার জমিতে চাষাবাদ ও ঘেরে মাছ চাষ করতে পারছেনা এবং ঝর বন্যায় গাছের ডাল ভেঙে তার বসত ঘরে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযুক্ত তোফাজ্জলকে বার বার গাছ কাটার অনুরোধ করলেও উল্টো তাদের হুমকি দিয়ে আসছে।
গ্রাম্য পুলিশ রাজু চৌকিদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবাসী ইব্রাহিমের বাবা নুরুল ইসলাম জানায় তার জমির তারকাঁটার বেড়া কেটে ফেলা হয়েছে। এছাড়াও অভিযুক্ত তোফাজ্জলের জমির উপর বিশাল আকৃতির গাছের ডাল-পালা তার জমি পরেছে। একারণে তারা কোনো গাছ লাগাতে পারছেনা।
এ বিষয়ে অভিযুক্ত তোফাজ্জল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন কাঁটাতারের বেড়া ভাঙ্গার অভিযোগ মিথ্যা ও বানোয়াট। যেদিন কাঁটাতারের বেড়া তুলে ফেলার অভিযোগ করেছেন ওই দিন তিনি ঢাকা ছিলেন। এছাড়াও তিনি বলেন, ওই জমি নিয়ে মামলা চলমান রয়েছে।


















