ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

পার্বতীপুরে ১১১ জনকে কারিতাসের আর্থিক সহায়তা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বে-সরকারি এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আওতাধীন সিএমএলআরপি প্রকল্পের সহযোগিতায় পার্বতীপুর উপজেলার মোমিনপুর চন্দ্রপুর চত্তরে আয়মূলক কার্যক্রমের জন্য ১১১ উপকারভোগির মাঝে ৫ লাখ ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় কারিতাস অস্ট্রেলিয়া অর্থায়নে ও কারিতাস বাংলাদেশ বাস্তবায়নে পার্বতীপুর উপজেলার মোমিনপুর চন্দ্রপুর চত্তরে সহ-বিনিয়োগ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন।
এতে সভাপতিত্ব করেন, কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডী। এসময় উপস্থিত ছিলেন, বে-সরকারি সংস্থা এনজিও প্রতিনিধি এনোস সরেন, কর্মসুচি কর্মকর্তা (সিএমএলআরপি)’র সীমা মূর্মু প্রমুখ।
আয়মূলক কার্যক্রমে সমাজ পরিচালিত স্থানীত্বশীল জীবিকায়নও সহনশীলতা (সিএমএলআরপি) কর্মসূচির আওতায় ১১১ জন উপকাভোগীর মধ্যে ৮০ গ্রাম্য জনগনকে আয়মূলক গরু, ছাগল, হাঁস মুরগি পালন, সমন্বিত সবজি চাষ, আরও ৩১ জনকে অনফার্ম কার্যক্রমে ভানচাল, মুদি, দর্জি, সেলুন দোকান ও মাছ চাষে সহ-বিনিয়োগ সহায়তা প্রদান হয়। কারিতাস বাংলাদেশ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্টির অর্থনৈতিক উন্নয়নে সহায়তা প্রদান করে থাকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পার্বতীপুরে ১১১ জনকে কারিতাসের আর্থিক সহায়তা

আপডেট সময় :

বে-সরকারি এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আওতাধীন সিএমএলআরপি প্রকল্পের সহযোগিতায় পার্বতীপুর উপজেলার মোমিনপুর চন্দ্রপুর চত্তরে আয়মূলক কার্যক্রমের জন্য ১১১ উপকারভোগির মাঝে ৫ লাখ ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় কারিতাস অস্ট্রেলিয়া অর্থায়নে ও কারিতাস বাংলাদেশ বাস্তবায়নে পার্বতীপুর উপজেলার মোমিনপুর চন্দ্রপুর চত্তরে সহ-বিনিয়োগ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন।
এতে সভাপতিত্ব করেন, কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডী। এসময় উপস্থিত ছিলেন, বে-সরকারি সংস্থা এনজিও প্রতিনিধি এনোস সরেন, কর্মসুচি কর্মকর্তা (সিএমএলআরপি)’র সীমা মূর্মু প্রমুখ।
আয়মূলক কার্যক্রমে সমাজ পরিচালিত স্থানীত্বশীল জীবিকায়নও সহনশীলতা (সিএমএলআরপি) কর্মসূচির আওতায় ১১১ জন উপকাভোগীর মধ্যে ৮০ গ্রাম্য জনগনকে আয়মূলক গরু, ছাগল, হাঁস মুরগি পালন, সমন্বিত সবজি চাষ, আরও ৩১ জনকে অনফার্ম কার্যক্রমে ভানচাল, মুদি, দর্জি, সেলুন দোকান ও মাছ চাষে সহ-বিনিয়োগ সহায়তা প্রদান হয়। কারিতাস বাংলাদেশ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্টির অর্থনৈতিক উন্নয়নে সহায়তা প্রদান করে থাকে।