ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
সংবাদ শিরোনাম ::

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত

মোঃ শহীদুল ইসলাম, খাগড়াছড়ি
  • আপডেট সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর যৌথ বিবৃতিতে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।
চলমান পরিস্থিতিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের পেশাগত মান মর্যাদা বৃদ্ধি, সুরক্ষায় খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) গত বুধবার যৌথভাবে এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। সকাল ১১ টায় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা ও সংবাদ নিয়ে সাামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে সাংবাদিকদের হয়রানি রোধে নানা বিষয় উপস্থাপন, আলোচনা ও বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে চেয়ারম্যানের সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত হয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত বিভাগের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা নিয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোন প্রকার প্রতিবন্ধকতা হলে তা ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলার সিদ্ধান্ত হয়। প্রতিপক্ষ না ভেবে সকল গণমাধ্যমকর্মী যাতে সহনশীল ও পেশাগত দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখে সেসব বিষয়ে সজাগ থাকার অনুরোধ করেন নেতৃবৃন্দ। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হলে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সাংবাদিকতার মান মর্যাদা রক্ষায় নিজেদের মধ্যে পেশাগত ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সকলের সহযোগীতা কামনা করা হয়। জেলা প্রেসক্তলাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সম্পাদক এইচ এম প্রফুল্ল,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস ইশতেয়াক ও সম্পাদক আহম্মেদ নিপু যৌথ স্বাক্ষরে সংবাদ বর্জনের বিবৃতি দেন।এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত

আপডেট সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর যৌথ বিবৃতিতে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।
চলমান পরিস্থিতিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের পেশাগত মান মর্যাদা বৃদ্ধি, সুরক্ষায় খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) গত বুধবার যৌথভাবে এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। সকাল ১১ টায় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা ও সংবাদ নিয়ে সাামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে সাংবাদিকদের হয়রানি রোধে নানা বিষয় উপস্থাপন, আলোচনা ও বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে চেয়ারম্যানের সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত হয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত বিভাগের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা নিয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোন প্রকার প্রতিবন্ধকতা হলে তা ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলার সিদ্ধান্ত হয়। প্রতিপক্ষ না ভেবে সকল গণমাধ্যমকর্মী যাতে সহনশীল ও পেশাগত দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখে সেসব বিষয়ে সজাগ থাকার অনুরোধ করেন নেতৃবৃন্দ। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হলে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সাংবাদিকতার মান মর্যাদা রক্ষায় নিজেদের মধ্যে পেশাগত ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সকলের সহযোগীতা কামনা করা হয়। জেলা প্রেসক্তলাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সম্পাদক এইচ এম প্রফুল্ল,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস ইশতেয়াক ও সম্পাদক আহম্মেদ নিপু যৌথ স্বাক্ষরে সংবাদ বর্জনের বিবৃতি দেন।এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।