ফরিদপুরে বিদায় সংবর্ধনা ও স্মরণসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে ময়েজউদ্দিন জেলা সরকারি গণ গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সাজু আহম্মেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং দারুল হিক্ মাহ পাঠাগারের নির্বাহী সদস্য ও কবি মরহুম কে. এম. আজিজুর রহমান আলমগীরের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার শহরের ওয়ারলেস পাড়ায় দারুল হিক্ মাহ পাঠাগার কক্ষে এ আয়োজন করা হয়। পাঠাগারের সভাপতি প্রফেসর এ. বি. এম. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি লাইব্রেরিয়ান সাজু আহম্মেদ।
এছাড়াও বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা নূরুদ্দিন শেখ, অধ্যাপক সৈয়দ আশরাফ আলী, হারুন অর রশিদ, আব্দুস সামাদ মিয়া, কবি সফিক ইসলাম, পাঠাগারের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনোয়ারা মোর্শেদা চৌধুরী, এ,টি,এম,নাঈম, মোঃ মোনাররেফ হোসেন বাবু,সবিতা বৈরাগী দাস, হাসিবুল হাসান জয় সহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক কাউন্সিলর মো. আনিসুর রহমান চৌধুরী সাবুল।
বক্তারা সাজু আহম্মেদের গ্রন্থাগার সেবায় আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং কবি কে. এম. আজিজুর রহমান আলমগীরের সাহিত্যচর্চা ও অবদান স্মরণ করেন।





















