ফরিদপুরে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আয়োজন
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
বাংলার ঐতিহ্যের অংশ শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ফরিদপুর জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। শহর থেকে গ্রাম—সবখানেই ঢাকের বাদ্য, আলোকসজ্জা আর প্রতিমার রূপে রূপে ভরে উঠেছে পূজামণ্ডপ।
এ বছর ফরিদপুর সদর, ভাঙ্গা, আলফাডাঙ্গা, সালথা, নগরকান্দা, চরভদ্রাসনসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় শতাধিক পূজামণ্ডপে দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিমা নির্মাণে কারিগররা দক্ষতার ছাপ রেখেছেন। বিশেষ করে সদর শহরের রাজবাড়ি রোড, আলীপুর, কানাইপুর, চরকমলাপুর ও ঝিলটুলির মণ্ডপগুলোতে শোভা পাচ্ছে নান্দনিক প্রতিমা ও সৃজনশীল সাজসজ্জা।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিদিনই পূজামণ্ডপগুলোতে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা। পূজার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও আলোকসজ্জা দর্শনার্থীদের মন কেড়েছে। শহরের বড় বড় পূজামণ্ডপগুলোতে ডিজিটাল আলোকসজ্জা ও আধুনিক কারুকাজও চোখে পড়ছে।
পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, স্বেচ্ছাসেবকরাও কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, ফরিদপুরে দুর্গাপূজা শুধু ধর্মীয় নয়, বরং সামাজিক সম্প্রীতির উৎসব। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ—সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়।
আগামী দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব। তবে ফরিদপুরবাসীর হৃদয়ে এই উৎসবের আনন্দ থাকবে আরও দীর্ঘ সময়।

















