ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে প্রাণীর খাদ্য বিতরণ
- আপডেট সময় : ৮৬ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ১৫৫ জন খামারিদের মাঝে প্রাণীর খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ১৪ জুলাই ২০২৫ সকাল ১১ টায় শহরের টেপাখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে সুফলভোগী খামারিদের মাঝে প্রাণীর খাদ্য বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভেটেরিনারি অফিসার ফরিদপুর ডা. মনমথ সাহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, ‘বিগত দিনে মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার চরমাধবদিয়া, আলিয়াবাদ, ডিক্রির চর, নর্থ চ্যানেল ইউনিয়নের সুফলভোগী ১৫৫ জন খামারিদের ২ দিনের প্রশিক্ষণ শেষে ২৫ টি মুরগি ও ২১ টি হাঁস বিতরণ করা হয়েছে। এছাড়াও হাঁস ও মুরগীর ঘর নির্মাণ বাবদ ৮৮০০ টাকা এবং ছাগল ও ভেড়া পালনের ঘর নির্মাণ বাবদ ১১০০০ টাকা মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে প্রদান করা হয়েছে।
এ সকল কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে আজকে সুফলভোগী ১৫৫ জন খামারিদের মাঝে হাঁস ও মুরগীর খাবার ৭৫ কেজি ফিড প্রতিজন কে প্রদান করা হবে।”




















