ফরিদপুরে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের আয়োজনে তাল গাছের চারা রোপণ

- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পি এল সি এর আয়োজনে বজ্রপাত নিরোধনে তাল গাছের চারা রোপণ করা হয়েছে।
ক্রপ কেয়ার ডিভিশন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পি এল সি এর বাস্তবায়নে গতকাল রোববার কবিরপুর – মুরারীদহ সংযোগ সড়কে এ উপলক্ষে আলোচনা সভায় ক্রপ কেয়ার ডিভিশনের ম্যানেজার কৃষিবিদ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর, উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের সিনিয়র সেলস ডেভেলপমেন্ট অফিসার মোঃ তাসির উদ্দিন , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জোনাল সেলস ম্যানেজার মোঃ হাসান আলী।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন,”প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ। ভৌগলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তন জনিত কারণে ঝড়, বন্যা,খরা, সাইক্লোন ও জলোচ্ছ্বাস এ দেশের নিত্য সঙ্গী। এসবের সাথে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত প্রতি বছর অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে নিরবে। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বজ্রপাতের প্রবণতা বেশি। তার মধ্যে বাংলাদেশ রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। বিগত ৪০ বছরে আমাদের দেশে বজ্রপাতের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। বাংলাদেশ সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বজ্রপাতে হতাহতের মধ্যে বড় একটা অংশ রয়েছে কৃষক শ্রেণি যারা খোলা মাঠে কাজ করে। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত হতে সুরক্ষায় স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পি এল সি এই মহতী উদ্যোগ নিয়েছে যার ফলে এই জনপদের মানুষ অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকে উন্নত ও সমৃদ্ধ হবে।”