নেত্রকোনা আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
ফাইনালে মারামারি, সদর উপজেলাকে চ্যাম্পিয়ন ঘোষণা
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলায় মারামারির ঘটনা ঘটেছে। আজ ১৬ নভেম্বর বিকেল ৩টাতে নেত্রকোনা মুক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে নেত্রকোনা সদর উপজেলা ও কেন্দুয়া উপজেলা দল।
খেলার শুরু থেকেই দু’দল আক্রমণ–প্রতিআক্রমণে ব্যস্ত থাকলেও প্রথমার্ধে ২–০ গোলে এগিয়ে যায় নেত্রকোনা সদর উপজেলা। হাফ–টাইমের পর কেন্দুয়া উপজেলা গোল শোধে মরিয়া হয়ে ওঠে। ম্যাচের শেষ মুহূর্তে কয়েকটি ফাউল নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। এক পর্যায়ে সদর উপজেলার খেলোয়াড় শোয়েব এবং কেন্দুয়া উপজেলার খেলোয়াড় আরিফ হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
ঘটনার পর মুহূর্তেই মাঠের চারদিকে অবস্থানরত দর্শকদের একটি অংশ মাঠে ঢুকে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মারামারিতে কেন্দুয়া উপজেলার দুইজন খেলোয়াড় আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রেফারি তাৎক্ষণিকভাবে শোয়েব ও আরিফকে লাল কার্ড দেখান। পরে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজের নেতৃত্বে পুলিশ মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা নিশ্চিত করার পর খেলা পুনরায় শুরু করার প্রস্তুতি নেওয়া হয়।
ম্যাচের আরো নয় মিনিট খেলা বাকি থাকায় রেফারি দুই দলকে মাঠে ফিরতে অনুরোধ জানান। তবে পাঁচ মিনিট অপেক্ষার পরও কেন্দুয়া উপজেলার খেলোয়াড়েরা মাঠে না ফেরায় নিয়ম অনুযায়ী নেত্রকোনা সদর উপজেলাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।


















