ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা : বিআরটিএ

- আপডেট সময় : ৩৭০ বার পড়া হয়েছে
ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা হুমকি দিয়েছেন বিআরটিএ। ঈদে আনফিট কোন গাড়ি রাস্তায় নামার সুযোগ জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেছেন, কেউ যদি বের করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (৬ এপ্রিল) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন এসে এই হুশিয়ারি দেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
আনফিট গাড়ি রাস্তায় নামতে না পারে, সে জন্য বিআরটিসির ৫৫০টি বাস রিজার্ভেশনে রাখা হয়েছে। গার্মেন্টস মালিকদের রিকুইজিশন দিয়ে বলা হয়েছে, তারা যেন কোন ফিটনেসবিহীন গাড়ি না নিয়ে বিআরটিসির বাস নেন। সুতরাং এখানে আনফিট গাড়ি রাস্তায় নামার সুযোগ নেই।
বিআরটিএ-এর তরফে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট আর ভিজিলেন্স টিম সদস্য দেখছে। মালিক সমিতির নেতারাও এ ব্যাপারে সিরিয়াস, যাতে তাদের বদনাম না হয়।