সংবাদ শিরোনাম ::
ফিলিস্তিনে সন্ত্রাসী ইসরাইলের গনহত্যার প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্র দলের বিক্ষোভ

আব্দুল নুর বাবুল, হবিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
ফিলিস্তিন ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত সন্ত্রাসী হামলায় গনহত্যার প্রতিবাদে ও স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচি বাস্তবায়নে হবিগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে (৮ই এপ্রিল) মঙ্গলবার হবিগঞ্জ কোর্ট জামে মসজিদের সামন থেকে হবিগঞ্জ জেলা ছাত্র দলের এক বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় ফিলিস্তিনের মুসলমান ও রাফায় মুসলমানদের উপর সন্ত্রাসী ইসরায়েল বাহিনীর গনহত্যার প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দাবি জানান নেতৃবৃন্দরা। তারা বক্তব্য বলেন জাতীসংঘের নিকট আহবান জানান, দ্রুত ফিলিস্তিনের গনহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার করা হোক। না হলে এই সংঘাত বিশ্ব দরবারে ছড়িয়ে পরবে, এর দায়ভার জাতীসংঘের নিতে হবে বলেও হুশিয়ার দেন। জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায়,বক্তব্য রাখেন,সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব প্রমুখ।