সংবাদ শিরোনাম ::
ফুলপুরে অজ্ঞান পার্টির ২ সদস্য আটক
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ৫৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত রোববার উপজেলার মোকামিয়া নামক বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, ফুলপুর থেকে শেরপুরের দিকে যাওয়ার সময় যাত্রীবেশে দুই ব্যক্তি অটো চালক নাঈম মিয়া (১৭) কে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে। পরে অটোরিক্সা নিয়ে পালানোর সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে। আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার হাসিবুল হাসান (২২) ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার রাশেদ মিয়া (১৯)।
পরে অটো চালক নাঈম মিয়াকে ফুলপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাদি জানান, আটককৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।















