সংবাদ শিরোনাম ::
ফুলপুরে খালেদা জিয়ার জন্মদিন পালিত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছে যুবদল। এ উপলক্ষে গত শুক্রবার বিকালে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুন ও ফুলপুর উপজেলা যুবদল নেতা একেএম আরিফুল হকের নেতৃত্বে বিশাল শুভেচ্ছা মিছিল ও বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ফুলপুর পৌর ছাত্রদল নেতা মোবারক শিকদার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মানিক মিয়া, উপজেলা যুবদল নেতা সিদ্দিক, বিল্লাল, সোহাগ, ইমরান, সোহাগ, পাপুল, আনাস, ফারুক, ইব্রাহিম, হাসান, রাকিব, আশিক, মোসাদ্দেক, পারভেজ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, সাবেক ছাত্রনেতা একেএম আশিকুল হক মানিক।