ফেনী পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
ফেনী জেলার মান্যবর পুলিশ সুপার হাবিবুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে জেলা পুলিশের সাঁড়াশী অভিযানে ১৮ জন আসামীকে গ্রেফতারে সক্ষম ফেনী জেলা পুলিশ । গ্রেফতারকৃত আসামীদের মধ্যে রয়েছে চোর ডাকাত, ছিনতাইকারী, গরু চোর ও মাদক সিন্ডিকেটে হোতারা।
ফেনী সদর মডেল থানা এলাকাধীন বিভিন্ন এলাকা সহ পৌর এলাকায় অতিঃরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসুমের বিশেষ নির্দেশনায় এবং ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামানের সঙ্গীয় ফোর্সের বিশেষ সাঁড়াশী অভিযানে চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য এবং ৪ মামলার আসামি শাহাদাত হোসেন রিমন (৩৫)-সহ মাদক সিন্ডিকেটের হোতা সহ আরও ৭ জন অপরাধীকে গ্রেফতারে সক্ষম হয়েছেন এছাড়াও গত ২১শে অক্টোবর মধ্যরাত হতে শহরের বিভিন্ন স্হানে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঝটিকা অভিযান অব্যহত রয়েছে । প্রাপ্ত তথ্য মতে ফেনীর সদর থানায় মোহাম্মদ শামসুজ্জামান দায়িত্ব নেয়ার পর থেকে শহর এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত বহুলাংশে কমেছে বলে মনে করেন পৌর এলাকায় বসবাস রত বাসিন্দারা ।
দাগনভূঞা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ জন ছিনতাইকারী ও আন্তজেলা গরুচোর চক্রের আলাউদ্দিন (৪৭) ও ৩ সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতারে সক্ষম হয়েছে বলে দাগনভুইয়া থানা পুলিশের সুএে জানা গেছে ।
উপকুলীয় সোনাগাজী মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে ডাকাতি মামলার পরোয়ানা জারীকৃত আসামি নূর উদ্দিন শামীম (২৪)-কে গ্রেফতারের সক্ষম হয়েছে । তার বিরুদ্ধে আদালতে ২টি ডাকাতি ও ১টি চুরির মামলা চলমান বিচারাধীন রয়েছে।
সীমান্তবর্তী উপজেলা ছাগলনাইয়া থানা পুলিশ মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতারে সক্ষম হয়েছে বলে জানা গেছে ।
জেলা পুলিশের মান্যবর পুলিশ সুপারের বরাতে জানা যায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।