ফেনী সদরের ধলিয়া ইউনিয়নের দৌলতপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ফেনী জেলা বিএনপি
- আপডেট সময় : ১৯০ বার পড়া হয়েছে
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মালুম বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ফেনী জেলা বিএনপি।
১২ ই অক্টোবর – ২০২৫ ইং রবিবার দুপুরে ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তারা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন এবং পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদস্য আবুল খায়ের লিংকন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ধলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ফোরকান, সাধারণ সম্পাদক নুর নবী, মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, কালিদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সবুজ, ধলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ উদ্দিন বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, “এই দুর্যোগে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছি এবং আমাদের সামর্থ অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদানে সর্বাত্মক চেষ্টা চলমান থাকবে ।

















