সংবাদ শিরোনাম ::
ফেনীতে ভুমি মন্ত্রনালয়ের অটোমেডেড ভুমি সেবা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

এম এ রহমান দুলাল ভুইয়া, ফেনী
- আপডেট সময় : ৫৩ বার পড়া হয়েছে
ফেনীর জেলা প্রশাসক, কার্যালয়ে ইউএনডিপি বাংলাদেশ ও ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বুধবার সকালে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভূমি ও খাদ্য উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএনডিপি বাংলাদেশ এর আবাসিক প্রতিনিধি জনাব স্টেফান লিলার, সভাপতিত্ব করেন মাননীয় বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জনাব ড. মোঃ জিয়াউদ্দিন, স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসক, ফেনী জনাব সাইফুল ইসলাম, আলোচনা করেন অতিরিক্ত সচিব ( উন্নয়ন) ভূমি মন্ত্রণালয়, জনাব মোঃ এমদাদুল হক চৌধুরী, প্রকল্প পরিচালক, যুগ্ম সচিব, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, জনাব মোঃ পারভেজ হাসান।আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ, জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ভূমি সহকারী কর্মকর্তাগণ, ভূমি উপ সহকারী কর্মকর্তাগণ, সার্ভেয়ারগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।