ফেনীতে ২৪ ঘন্টায় অটোরিক্সা ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
ফেনী সদর থানায় দায়েরকৃত একটি অটোরিক্সা ছিনতাই মামলার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার এবং অটোরিক্সার খণ্ডিত অংশ উদ্ধার করেছে।
অটোরিক্সা চালক মোঃ শাহিদ (১৭) গত ৪ ঠা সেপ্টেম্বর – ২০২৫ ইং রাতে এসএসকে রোডের হোটেল ডিলাক্সের সামনে থেকে যাত্রীবেশী ৩/৪ জন অপরিচিত লোককে মহিপালগামী ভাড়া নেন। রাত সাড়ে ৮টার দিকে ফতেপুর ফ্লাইওভারের নিচে পৌঁছালে যাত্রীরা তাকে ছুরিকাঘাত করে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন তিনি ফেনী সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তভার ডিবির হাতে গেলে পুলিশ সুপার হাবিবুর রহমান এর দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবির অফিসার ইন চার্জ মর্ম সিংহ ত্রিপুরা ও তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদ নুর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করেন।
১, এমদাদুল ইসলাম প্রকাশ পাভেল (২১) ২, মনোহর আলী প্রকাশ মনা (২১) ৩, মোঃ রাশেদ (১৯) । তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পরে আরো তিন সহযোগী ধরা পড়ে ! ৪, মোঃ ইয়াছিন মানিক প্রকাশ বোমা মানিক (৪০) ৫, মোঃ নুরুল আমিন প্রকাশ শুকুর আলী (২৮) ৬, এনামুল হক (৫০)।
ধৃত আসামীদের পুলিশী জিজ্ঞাসাবাদে জানা যায়, পাভেল, মনা ও রাশেদ ছিনতাই করা রিক্সাটি বোমা মানিকের কাছে হস্তান্তর করে। পরে বোমা মানিক ও শুকুর আলী মিলে রিক্সার বডি বাথানিয়া মসজিদের পুকুরে ফেলে দেয় এবং চাকা ও ব্যাটারি বিক্রি করে দেয়। অভিযানে অটোরিক্সার ৩ টি খন্ড ৪ টি ব্যাটারী ৩ টি চাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।