ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ফেনীতে ৫ই আগষ্টকে কেন্দ্র করে এখন জেলাব্যাপী মামলা বানিজ্য চলছে

এম এ রহমান দুলাল ভুইয়া, ফেনী
  • আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত ২৪ইং ৫ই আগষ্টের পরবর্তী ঘটনাপ্রবাহ ও ফেনীর মহিপালে সংঘটিত হত্যাকান্ডে ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে বর্তমানে এক বৎসর অতিবাহিত হওয়ার পর আবার নতুন মামলা দায়ের করা হচ্ছে । কিন্তু যাদের আসামী করা হচ্ছে তাদের বাদী নিজেতো দুরের কথা তার চৌদ্দ গুষ্টি ও আসামীকে দেখেছে কিনা বলতে পারবে না ।
এ প্রসঙ্গ উল্লেখ করে শেখ ফরিদ বাহার বলেন সমগ্র পৃথিবীর মানুষ সাংবাদিকদের মাধ্যমে বিশ্বের সকল খবরাখবর জানে। দেশে বিদেশে সকল স্থানে সকল জায়গায় সাংবাদিকদের রয়েছে অবাধ বিচরণ সাংবাদিক ও সংবাদকর্মীরা আমার মহা বিপদজনক যুদ্ধের ময়দানেও সংবাদ সংগ্রহ করে থাকেন।
শুক্রবার সকালে ফেনী প্রেসক্লাবে দৈনিক আমার ফেনী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনীতে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, সোনাগাজী ও ফুলগাজীর কিছু ছেলে আমাদের দলের নাম ভাঙ্গিয়ে মামলা বাণিজ্য করছে।
এই ছেলেগুলো মামলা এন্ট্রি করার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সুকৌশলে মামলা বাণিজ্য করছে। তারা মহিপালের গণহত্যা মামলায় ব্যবসায়ী ও চাকরিজীবীসহ নিরপরাধ লোকদের আসামি করে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে চাঁদাবাজি করছে।
সম্প্রতি ছাগলনাইয়ার একটি লোক আমাদের দলের পরিচয়ে আদালতে মহিপাল গণহ*ত্যা মামলার আবেদন করেন। এই মামলায় আমাদের দলীয় ১৭ জন নেতাকর্মীকে ও আসামি করা হয়েছে। আমি তার পরিবারের সাথেও দেখা করেছি। তার পরিবারের সদস্যরা বলেছে তাদের সাথে তার কোন ধরনের সম্পর্ক নেই। আমরা খুব দ্রুত ছাগলনাইয়ার এই ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। এই সমস্ত লোকগুলো রীতিমতো মামলা বাণিজ্য করছে। এর সাথে পুলিশও জড়িত আছে। আমি বিনীতভাবে সাংবাদিকদের অনুরোধ করবো, আপনারা কলমের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এইসব মামলা বাণিজ্যের সাথে জড়িতদের শক্ত হাতে প্রতিহত করবেন। কলমের শক্তি কামানের চেয়েও শক্তিশালী।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ করা অপরাধ না। মহিপালের গণহ*ত্যায় জড়িতদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে সনাক্ত করা হয়েছে।মহিপালের গণহত্যা মামলায় কাউকে আসামি করার আগে এই ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা দরকার। আসুন আমরা সবাই মিলে সুন্দর ফেনী গড়ি, সাংবাদিকেরা হচ্ছে এই সুন্দর ফেনী গড়ার মূল কারিগর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে ৫ই আগষ্টকে কেন্দ্র করে এখন জেলাব্যাপী মামলা বানিজ্য চলছে

আপডেট সময় :

বিগত ২৪ইং ৫ই আগষ্টের পরবর্তী ঘটনাপ্রবাহ ও ফেনীর মহিপালে সংঘটিত হত্যাকান্ডে ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে বর্তমানে এক বৎসর অতিবাহিত হওয়ার পর আবার নতুন মামলা দায়ের করা হচ্ছে । কিন্তু যাদের আসামী করা হচ্ছে তাদের বাদী নিজেতো দুরের কথা তার চৌদ্দ গুষ্টি ও আসামীকে দেখেছে কিনা বলতে পারবে না ।
এ প্রসঙ্গ উল্লেখ করে শেখ ফরিদ বাহার বলেন সমগ্র পৃথিবীর মানুষ সাংবাদিকদের মাধ্যমে বিশ্বের সকল খবরাখবর জানে। দেশে বিদেশে সকল স্থানে সকল জায়গায় সাংবাদিকদের রয়েছে অবাধ বিচরণ সাংবাদিক ও সংবাদকর্মীরা আমার মহা বিপদজনক যুদ্ধের ময়দানেও সংবাদ সংগ্রহ করে থাকেন।
শুক্রবার সকালে ফেনী প্রেসক্লাবে দৈনিক আমার ফেনী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনীতে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, সোনাগাজী ও ফুলগাজীর কিছু ছেলে আমাদের দলের নাম ভাঙ্গিয়ে মামলা বাণিজ্য করছে।
এই ছেলেগুলো মামলা এন্ট্রি করার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সুকৌশলে মামলা বাণিজ্য করছে। তারা মহিপালের গণহত্যা মামলায় ব্যবসায়ী ও চাকরিজীবীসহ নিরপরাধ লোকদের আসামি করে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে চাঁদাবাজি করছে।
সম্প্রতি ছাগলনাইয়ার একটি লোক আমাদের দলের পরিচয়ে আদালতে মহিপাল গণহ*ত্যা মামলার আবেদন করেন। এই মামলায় আমাদের দলীয় ১৭ জন নেতাকর্মীকে ও আসামি করা হয়েছে। আমি তার পরিবারের সাথেও দেখা করেছি। তার পরিবারের সদস্যরা বলেছে তাদের সাথে তার কোন ধরনের সম্পর্ক নেই। আমরা খুব দ্রুত ছাগলনাইয়ার এই ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। এই সমস্ত লোকগুলো রীতিমতো মামলা বাণিজ্য করছে। এর সাথে পুলিশও জড়িত আছে। আমি বিনীতভাবে সাংবাদিকদের অনুরোধ করবো, আপনারা কলমের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এইসব মামলা বাণিজ্যের সাথে জড়িতদের শক্ত হাতে প্রতিহত করবেন। কলমের শক্তি কামানের চেয়েও শক্তিশালী।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ করা অপরাধ না। মহিপালের গণহ*ত্যায় জড়িতদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে সনাক্ত করা হয়েছে।মহিপালের গণহত্যা মামলায় কাউকে আসামি করার আগে এই ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা দরকার। আসুন আমরা সবাই মিলে সুন্দর ফেনী গড়ি, সাংবাদিকেরা হচ্ছে এই সুন্দর ফেনী গড়ার মূল কারিগর।