সংবাদ শিরোনাম ::
‘ফ্যাসীবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘ কতৃক স্বীকৃত খুনি ’
এম এ রহমান দুলাল ভুইয়া, ফেনী জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ২৬৮ বার পড়া হয়েছে
১৬ ফেব্রুয়ারী – ২০২৫ ইং রবিবার বিকালে ফেনী শহরের উপকন্ঠে মিজান ময়দানে স্বরণকালের ঐতিহাসিক জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি উল্লেখ করে বলেন জুলাই অভ্যুত্থান চলাকালে শেখ হাসিনার সরকারের হত্যাযজ্ঞ , এখন আর আমাদের মাঝে নেই , শেখ হাসিনা এখন জাতিসংঘ কতৃক স্বীকৃতি খুনি স্বৈরাচার শাষক ৷ জাতিসংঘ প্রদত্ত রিপোর্ট বলেছে, হাসিনার সরকার কীভাবে দেশব্যাপী গণহত্যা চালিয়েছে। আওয়ামীলীগ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে করতে হবে। যেহেতু তারা রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নিয়ে এহেন হত্যাযজ্ঞ পরিচালনা করেছে।
দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার কতৃক সংস্কার কার্যক্রমের বিষয়ে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, মানুষ দেশের আইন শৃঙ্খলা সংস্কারের চেয়ে নিজের সংসার বেশি বোঝে, তাই সংস্কার সংস্কারের বুলি না উড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করুন। দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ করে যেভাবে পারেন, বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করুন । বাজারের দ্রব্যমুলয় স্থিতিশীল আনুন । এছাড়াও অবিলম্বে সর্বাগ্রে সাংসদ নির্বাচনের দাবী করে সালাহ উদ্দিন আহমেদ বলেন, স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এতএব নির্বাচনমুখী সংস্কারে মনোনিবেশন করুন । কোনো রকমের টাল বাহানায় নির্বাচন বিলম্বিত করার ফলাফল মঙ্গলজনক হবে না ।
তিনি আরও উল্লেখ করে বলেন দেশে যারা অনুপাত ভিত্তিক ভোট বা নির্বাচন চায়, তাদের বাংলাদেশের অনুপাতিক বিষয়ে কোন জ্ঞান নেই বলেও অভিযোগ করেন । উক্ত বিএনপি নেতা তার বক্তব্যে আরও বলেন, যারা দেশে আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের উদ্দেশ্য ও মতলব কী ! তা জনগনকে বিষদভাবে উল্লেখ পুর্বক জানতে হবে। কেন তারা জাতীয় নির্বাচন বিলম্বত করতে চায় কি তাদের মতলব । তিনি অন্তর্বতীকালীণ সরকারকে উদ্দেশ্য করে বলেন । উদাসীন ভাবে রাষ্ট্র পরিচালনা না করে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। উপদেষ্টা পরিষদ সহ প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে আপসারন করে জনবান্দব সরকার রুপরেখা সৃষ্টি করুন । নচেৎ এর পরিমাণ ফল আপনাদের ভুক্তে হবে ।




















