ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বদলগাছীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ)
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাঝহারুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নূর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম
আলোচনা সভায় বক্তারা তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজই প্রধান চালিকা শক্তি। দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে তরুণদের রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বদলগাছীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

আপডেট সময় :

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাঝহারুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নূর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম
আলোচনা সভায় বক্তারা তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজই প্রধান চালিকা শক্তি। দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে তরুণদের রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তারা।