বসুরহাট বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

- আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সমিতির কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে নোয়াখালী জেলা সমবায় অফিসারের প্রতিনিধি ও সদর উপজেলা সমবায় অফিসার মো: মনির হোসেন সভাপতি পদে বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত মো: মাঈন উদ্দিন সহ-সভাপতি পদে ভোটে নির্বাচিত মো: রমজান আলী সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত নিজাম উদ্দিন, ১ নং ওয়ার্ডের পরিচালক পদে ভোটে নির্বাচিত মনির আহম্মদ ইভান,২ নং ওয়ার্ডের পরিচালক পদে বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত মো: ওমর ফারুক, ৩ নং ওয়ার্ডের পরিচালক পদে বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত মো: বেলাল হোসেন, ৪ নং ওয়ার্ডের পরিচালক পদে ভোটে নির্বাচিত মো: আজাদ উল্যাহ,৫ নং ওয়ার্ডের পরিচালক পদে বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত মো: জসিম উদ্দিন, ৬ নং ওয়ার্ডের পরিচালক পদে বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত আমির হোসেনের নাম ঘোষণা করেন।
ভোট চলাকালে পরিদর্শন করেন বসুরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন।
নির্বাচন পরিচালনা করেন বসুরহাট বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় অফিসার স্মৃতি প্রভা নন্দী,সদস্য একরামুল হক, আবদুল কাদের রাহিদ।