ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo আধুনিক কেবিন ব্লক ও দৃষ্টিনন্দন পানির ফোয়ারা উদ্বোধন Logo ঝিনাইদহে ১০ ও ১৬ মাসে হিফজ সম্পন্ন, দুই শিক্ষার্থী ওমরাহ হজে পাঠাবে মাদ্রাসা Logo গাইবান্ধা-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক Logo কক্সবাজার-৩ আসনে বিএনপির আস্থা লুৎফুর রহমান কাজল Logo উখিয়ায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার Logo শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা Logo মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে কলেজ ছাত্র নিহত Logo কেশবপুরে বিএনপির প্রার্থী তালিকায় রওনকুল ইসলাম শ্রাবণ Logo যশোরে তরিকুল ইসলাম স্মরণে সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল Logo সাদুল্লাপুরে হলুদক্ষেতে বৃদ্ধাকে ধর্ষণ ঘটনায় যুবক গ্রেফতার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নগর প্রতিরক্ষা দলের মৌলিক প্রশিক্ষণের সমাপনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার তত্ত্বাবধানে পরিচালিত নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) দশ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান আজ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের ৬৪টি জেলার ৮০টি ওয়ার্ডের মোট ৫,২৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ১৬ জুন শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদেরকে নগর প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, কিশোর গ্যাং প্রতিরোধ, ভূমিকম্প ও বন্যা মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা এবং জনসচেতনতামূলক কার্যক্রমে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি প্রশিক্ষণার্থীদের সফলভাবে কোর্স সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনারা শুধু একটি বাহিনীর সদস্য নন, বরং এই মহানগরীর নিরাপত্তা ও স্থিতিশীলতার অংশীদার। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আপনাদের এলাকায় শান্তি, শৃঙ্খলা ও জনকল্যাণ নিশ্চিত করাই হবে আপনাদের প্রধান দায়িত্ব। শুধু বাহ্যিক দুর্যোগ নয়, সমাজে বিদ্যমান অবক্ষয় ও অপরাধপ্রবণতা প্রতিরোধেও আপনাদের সচেতন, দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে টিডিপি সদস্যরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। গ্রামীণ এলাকায় গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) যেমন সামাজিক নিরাপত্তায় অবদান রাখছে, তেমনি নগর এলাকায় টিডিপি সদস্যরাও দুর্যোগ ও সংকটকালে আস্থার প্রতীক হিসেবে ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে এই ভূমিকা আরও জোরদার হবে।’
বক্তারা বলেন, নগর প্রতিরক্ষা দলের সদস্যরা সমাজে জরুরি পরিস্থিতিতে প্রথম সাড়াদানকারী হিসেবে কাজ করে থাকেন। এই প্রশিক্ষণ তাদের নাগরিক সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করে অনেক প্রশিক্ষণার্থী জানান, এই প্রশিক্ষণ তাদের জীবনে দায়িত্বশীলতার নতুন মাত্রা যুক্ত করেছে।
আয়োজকরা জানান, নগর প্রতিরক্ষা দলের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে আগামীতেও এমন প্রশিক্ষণ আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার জনাব মো. আশরাফুল আলম, ঢাকা মহানগর আনসার পরিচালক জনাব নুরুল আফসারসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নগর প্রতিরক্ষা দলের মৌলিক প্রশিক্ষণের সমাপনী

আপডেট সময় :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার তত্ত্বাবধানে পরিচালিত নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) দশ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান আজ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের ৬৪টি জেলার ৮০টি ওয়ার্ডের মোট ৫,২৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ১৬ জুন শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদেরকে নগর প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, কিশোর গ্যাং প্রতিরোধ, ভূমিকম্প ও বন্যা মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা এবং জনসচেতনতামূলক কার্যক্রমে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি প্রশিক্ষণার্থীদের সফলভাবে কোর্স সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনারা শুধু একটি বাহিনীর সদস্য নন, বরং এই মহানগরীর নিরাপত্তা ও স্থিতিশীলতার অংশীদার। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আপনাদের এলাকায় শান্তি, শৃঙ্খলা ও জনকল্যাণ নিশ্চিত করাই হবে আপনাদের প্রধান দায়িত্ব। শুধু বাহ্যিক দুর্যোগ নয়, সমাজে বিদ্যমান অবক্ষয় ও অপরাধপ্রবণতা প্রতিরোধেও আপনাদের সচেতন, দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে টিডিপি সদস্যরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। গ্রামীণ এলাকায় গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) যেমন সামাজিক নিরাপত্তায় অবদান রাখছে, তেমনি নগর এলাকায় টিডিপি সদস্যরাও দুর্যোগ ও সংকটকালে আস্থার প্রতীক হিসেবে ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে এই ভূমিকা আরও জোরদার হবে।’
বক্তারা বলেন, নগর প্রতিরক্ষা দলের সদস্যরা সমাজে জরুরি পরিস্থিতিতে প্রথম সাড়াদানকারী হিসেবে কাজ করে থাকেন। এই প্রশিক্ষণ তাদের নাগরিক সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করে অনেক প্রশিক্ষণার্থী জানান, এই প্রশিক্ষণ তাদের জীবনে দায়িত্বশীলতার নতুন মাত্রা যুক্ত করেছে।
আয়োজকরা জানান, নগর প্রতিরক্ষা দলের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে আগামীতেও এমন প্রশিক্ষণ আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার জনাব মো. আশরাফুল আলম, ঢাকা মহানগর আনসার পরিচালক জনাব নুরুল আফসারসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তি