সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি
বাগেরহাট প্রতিনিধি
- আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে
বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। গতকাল সোমবার থেকে জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে।
উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাগেরহাটের একটি সংসদীয় আসন পুনঃনির্ধারণ করে বাদ দেওয়া হয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি টানা বেশ কয়েক দফা অবস্থান কর্মসূচি পালন করেছে।
সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জানিয়েছেন, দুর্গাপূজার কারণে হরতাল-অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হলেও নির্বাচন অফিসের সামনে অবসস্থান ও বিক্ষোভ অব্যাহত থাকবে।
জেলার ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে আন্দোলন পালন করছে সর্বস্তরের জনগণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
















