বাগেরহাটে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন ও বীমা কাঠামো বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে বাগেরহাট জেলা ম্যাপ (মাল্টি এক্টর প্ল্যাটফর্ম) সদস্যদের অংশগ্রহণে উদয়ন বাংলাদেশের হল রুমে এ সভার আয়োজন করে অ্যাওসেড। কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তা ও জার্মান দাতা সংস্থা বি এম
জেড এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ম্যাপের ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈয়দ শওকত হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এস এম রফিকুল ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চল বিশেষ করে বাগেরহাটের শরণখোলা ও সাতক্ষীরার তালা উপজেলায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ক্ষয়ক্ষতি ও অভিযোজন কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ও আন্তর্জাতিক নীতি প্রণয়নে জলবায়ু অর্থায়ন, বীমা কাঠামো, অভিযোজন ও প্রশমন কার্যক্রমকে প্রাধান্য দিতে হবে। সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ম্যাপ-এর যুগ্ম আহবায়ক শিরিনা বেগম, আ্যওসেডের হেড অব প্রোগ্রাম ও অপারেশন্স শংকর রঞ্জন সরকার, ম্যাপ কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আকবর টুটুল, সদস্য এডভোকেট মেহেরুন নেছা, মোঃ কামরুজ্জামান, বাবুল সরদার, এস কে এ হাসিব, নকিব সিরাজুল হক ইসরাত জাহান, এস এম রাজ, এম হেদায়েত হোসেন লিটন, মনজুরুল হাসান মিলন, আজরিন আরোবি নওরিন, আজাদুল হক, তসলিমা আক্তার, শাহিদা আক্তার, মোঃ কামরুল ইসলাম, নারগিস আক্তার লুনা, আল আমিন খান সুমন, নারগিস আক্তার ইভা, আশরাফুল ইসলাম মনির, রেশমা আক্তার, সামিয়া আহসানী মৌতুশী, নকীব মিজানুর রহমান, কাকলি জামান, সোহানা আক্তার, মেঘলা জামান প্রমূখ।