বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে দিনভর কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসাবে গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচীর উদ্ধোধন করেন।
এদিকে বিকেল ৩টায় বাগেরহাট পৌর শহরের দশানি ট্রাফিক মোড় থেকে বিএনপির উদ্যোগে একটি শোভাযাত্র বের করা হয়। শোভা যাত্রীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান বলেন, বাংলাদশের মানুষকে ভালভাবে বাঁচানোর জন্য এবং বাংলাদেশকে বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে তিনি ১৯৭৮ সালের এই দিনে বিএনপি নামে একটি দল গঠন
করেছিলেন বলে জানান।
তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি গণতন্ত্রের দল। এই দল সর্বদা মানুষের উন্নয়নের কথা বলে। অথচ গত স্বৈরাচার শেখ হাসিনা বিনা ভোটের সরকার জোর করে ক্ষমতা থেকে দেশকে একটি তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে। দেশের মানুষকে বাঁচাতে এবং গণতন্ত্র পূনরুদ্ধার করতে বিএনপি সহ সমমনা দলকে নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক দফা ঘোষনা দিয়ে সরকার পতনের ডাক দেয়।
যার প্রমান গত ৫ আগস্ট ২০২৪ তারিখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে।
দুপুর ২টা থেকে শহরের দশানি ট্রফিক মোড়ে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জড়ো হয়। জমায়েত শেষে দশানি মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রা নিয়ে হাজার হাজার নেতাকর্মী শহরের গুরুত্বপূর্ন সড়ক
প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ করে। পুরো শহর মিছিলের শহরে পরিণত হয়। শোভাযাত্রা ও উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উদযাপন কমিটির সভাপতি, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির আহবায়ক এটি এম ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, সদস্য সচিব শেখ মোজ্জাফ্ফর রহমান আলোম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, শেখ শমশের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট জেলা যুবদল সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপসহ বিভিন্ন জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।