বাণিজ্য মেলাকে বহুমুখী করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে
রফতানি ১০০ বিলিয়ন ডলারে পৌঁছানোর প্রত্যাশা বাণিজ্য প্রতিমন্ত্রীর
বাংলাদেশের রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বহুমুখী করা হবে
বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশি পণ্যের আকর্ষণ বাড়াতে আগামীতে মেলায় সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করা হবে। রপ্তানি বাড়াতে দেশের উৎপাদিত পণ্য নিয়ে এসব আয়োজনে বিদেশি প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণের ব্যবস্থা থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) বিকালে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মাহবুবুর রহমান, টিসিবি’র চেয়ারম্যান বিগ্রে.জেনারেল আরিফুল ইসলাম, মন্ত্রণালয়ের অতি.সচিব নাভিদ শফিউল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং পুরস্কারপ্রাপ্ত অংশগ্রহণকারীরা এসময় উপস্থিত ছিলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম আরও বলেন, নতুন রপ্তানি পণ্য বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত বর্ষপণ্য হস্তশিল্পকে গুরুত্ব দিয়ে দেশে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মিজ আফরোজা খান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী ২৮ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ এর উদ্বোধন করেন। মেলায় দেশি-বিদেশি ৩ শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় ৩৯১.৮২ কোটি টাকা মূল্যের রপ্তানি আদেশ লাভ করেছে।