বান্দরবানে পর্যটকদের বিনোদনে চালু হচ্ছে ছাদখোলা বাস
- আপডেট সময় : ১১:১৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ে ভ্রমনে প্রাকৃতিক পরিবেশকে আরো কাছে টানতে এবং এর সৌন্দর্য্য অবলোকনে সহজলভ্যতার জন্য বান্দরবানে এবার পর্যটকদের জন্য চালু হচ্ছে ছাদখোলা বাস।
বান্দরবান সদরের সুনামধন্য আবাসিক হোটেল হিলভিউ-এর পক্ষ থেকে পর্যটকদের ভ্রমনের সুবিধার্থে এই ছাদখোলা বাস সার্ভিস এর যাত্রা শুরু হচ্ছে। এই সার্ভিসের মাধ্যমে এখন থেকে বান্দরবান ভ্রমণে যাওয়া পর্যটকরা জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।
জানা যায়, বান্দরবান জেলা সদরের প্রবেশমুখ হোটেল হিলভিউ-এর পক্ষ থেকে এই পর্যটকবাহী ছাদখোলা বাসটি পরিচালনা করা হবে আর সুদর্শন এই ছাদখোলা বাসে ৩১টি আধুনিকমানের সিট সংযোজন করা হয়েছে। আরো জানা যায়, প্রতিদিন সকাল ৭টায় এই বাস হিলভিউ-এর সামনে থেকে পর্যটকদের নিয়ে সুদৃর্শ পাহাড়ী পথ অতিক্রম করে শৈলপ্রপাত,চিম্বুক,ভিউ পয়েন্ট ও নীলগিরি পর্যটন কেন্দ্র ভ্রমন করবে এবং ভ্রমন শেষে আবার দুপুর নাগাদ পর্যটকদের হোটেল হিলভিউ সামনে এসে নামাবে। এই রুটে ভ্রমনের জন্য জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪শত টাকা আর ৫বছরের নীচে সকলের জন্য ভাড়া ফ্রি।
আরো জানা যায়, বিকেলে আবার এই বাসে করে পর্যটকরা ভ্রমন করতে পারবে বান্দরবানের মেঘলা আর নীলাচল পর্যটনকেন্দ্রে। আর এই রুটে ভ্রমনের জন্য জনপ্রতি ভাড়া নির্ধারণ হয়েছে ২শত টাকা। আরো জানা যায়, প্রতিটি পর্যটনকেন্দ্রে পর্যটকরা ৩০মিনিট থেকে এক ঘন্টা ভ্রমনের সুযোগ পাবে আর তাদের সার্বিক নিরাপত্তায় দক্ষ সুপারভাইজার একজন গাইড হিসেবে কাজ করবে।
হোটেল হিলভিউ-এর ম্যানেজার পারভেজ জানান, পর্যটকদের বান্দরবান ভ্রমনের জন্য প্রাথমিক পর্যায়ে একটি ছাদখোলা বাস তৈরি হয়েছে এবং দ্রুত সময়ে বাসটিতে পর্যটকরা ভ্রমন করে বান্দরবানের অপরুপ সৌন্দর্য্য উপভোগ করে নতুনভাবে বান্দরবানকে কাছে পাবে। তিনি আরো জানান, ৩১টি আধুনিকমানের সীটের এই ছাদখোলা বাসে নিরাপত্তার জন্য বাসে সংযুক্ত করা হয়েছে অগ্নিনির্বাপক যন্ত্র, মেডিকেল টুলস আর একজন দক্ষ চালক ও সুপারভাইজার সাবক্ষণিক নিয়োজিত থাকবে পর্যটকদের সেবায়।
হোটেল হিলভিউ-এর স্বত্তাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাশ জানান, বান্দরবানে প্রতিদিনই প্রচুর পর্যটক ভ্রমন করে আর তারা চায় পাহাড়,প্রকৃতি আর এখানকার নৈসর্গিক সৌন্দর্য্যকে খুব কাছ থেকে উপভোগ করতে আর তাই পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে এই ছাদখোলা বাস এর যাত্রা শুরু হচ্ছে। হোটেল হিলভিউ-এর স্বত্তাধিকারী কাজল কান্তি দাশ আরো জানান,পর্যটকদের ভ্রমনের সুবিধার্থে প্রথম পর্যায়ে একটি বাস চালু করা হচ্ছে,পর্যায়ক্রমে আরো বাস যুক্ত করা হবে ।