বান্দরবানে ৫১ জন পেল আর্থিক অনুদানের চেক
- আপডেট সময় : ০৮:৩৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
বিভাগীয় কমিশনার প্রদানকৃত বিশেষ অনুদান হতে বান্দরবানে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন সভাপতি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীর ভর্তি ও শিক্ষা-সামগ্রী ক্রয়, গরীব ও অসহায় মানুষকে চিকিৎসা সেবার জন্য মোট ৫১ জনকে সর্বমোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।
এসময় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও গরীব ও অসহায় মানুষ উপস্থিত থেকে এই অনুদানের চেক বিতরন করেন।
অনুদানের চেক বিতরণকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আবু তালেব, জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও গরীব ও অসহায় মানুষ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের তথ্যমতে, বিভাগীয় কমিশনার কর্তৃক প্রদানকৃত বিশেষ অনুদান হতে এই অনুদানের চেক পাওয়া গেছে আর বান্দরবানের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ গরীব ও অসহায় মানুষের ৫১ জনকে এই অনুদানের চেক প্রদান করা হয়েছে।