বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারকে একটি করে হেল্প কার্ড দেয়া হবে

- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনি উপজেলায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।উপজেলার ১০টি ইউনিয়নের সদস্য সংগ্রহ ফরম বিতরনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে দলটি। গতকাল শনিবার দিকে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে মহিলা সদস্য সংগ্রহ ফরম বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কালকিনি উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-“বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যক পরিবারকে একটি করে হেল্প কার্ড দেয়া হবে এবং এ হেল্প কার্ডটি ঘরের মা এই পাবেন।কারন জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র গঠনে ৩১ দফায় সব চাইতে গুরুত্ব দিয়েছেন ঘরের অভিভাবক মাকে ।মাকে যেন কখনও অসহায় হতে না হয়,বোনদের যেন কখনও অসহায় হতে না হয়। তারা যেন সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে,পুরুষের পাশে সকল ক্ষেত্রে মায়েরা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং সমাজ গঠনে, বাষ্ট্র গঠনে আমরা মায়েদের ভূমিকা দেখতে চাই ।কারন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী শিক্ষায় যে ভূমিকা রেখেছেন সে ভূমিকা কিন্তু অন্য কেউ আর রাখতে পারেন নাই।তিনি এ সময়ে উপস্থিত নারী সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আমাদের ভুল হলে আপনারা আমাদের মা-বোন হিসেবে আমাদের শাসন করেতে পারেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,সমাজের প্রতি দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে গিয়ে কেউ যেন নিজের স্বার্থ হাসিলের চেষ্টা না করি।দলের সাইনবোর্ড দিয়ে কেউ যেন নিজের স্বার্থের কথা চিন্তা না করি,তাহলে কিন্তু দল ছোট হয়ে যায়। দল ভাল থাকলে, আপনিও ভালো থাকবেন, দেশও ভালো থাকবে,দেশের মানুষও ভাল থাকবে।কারন এ দেশ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের কাছের নিরাপদ। এ দেশের মানুষ জনাব তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ। এ সময় তিনি দলের উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন,জিয়াউর রহমানের আদর্শ ধারন করে, জনাব তারেক রহমান কি বলতে চায় সেটা মাথায় রেখে আমরা যেন সকলে কাজ করি।আমার যেন ভুলে না যাই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে। তিনি বলেন,একজন কী করে গেল, বিগত দিনে কি করে গেছে সেটার পুনরাবৃত্তি যেন আমরা কেউ না করি। তাহলে আর আমাদের পথ চলায় কোন সমস্যা হবে না।আমরা প্রতিটা সময় যেন তারেক রহমানের নির্দেশ মত আগামী দিনে পথ চলি। বক্তব্য শেষে কালকিনি উপজেলাধীন ১০ টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপির মহিলা নেত্রীদের হাতে নতুন সদস্য হওয়ার ফরম তুলে দেন প্রধান অতিথিসহ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় আরও উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী,উপজেলা মহিলা বিএনপির নেত্রীবৃন্দ।ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম,সদস্য সচিব সাইফুল ইসলাম,যুবদল নেতা মামুন শিকদার,যুবদল নেতা কাওসার হোসেন নান্না,সহ বিভিন্ন ইউনিটের নেতৃ ও কর্মী বৃন্দ।