বিজয়ের পথে অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে: কাদের
- আপডেট সময় : ৩৫১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনমূল্যে বিজয়ের পথে অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন কাদের।
বুধবার (১৭ এপ্রিল) শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, মুজিব নগর দিবস জীবনে এক ঐতিহাসিক দিন। এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লড়াইয়ে আমরা এগিয়ে যাব।
বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাব উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ এবং সেখান থেকে ২১০০ সালে ব-দ্বীপ বাংলায়।
কাদের বলেন, আজকের এই দিনে বিএনপিসহ স্বাধীনতাবিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণতোরণ অভিমুখে।


























