বিজিবি মোতায়েন : মধুখালীতে মন্দিরে আগুনের অভিযোগ তুলে ২ ভাইকে পিটিয়ে হত্যা

- আপডেট সময় : ০৫:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ৩৫১ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ তুলে ২ নির্মাণ শ্রমিকদের পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা দুই ভাই। অপর কয়েকজন শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে একাধিক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।
হামলায় নিহত দুই ভাই হচ্ছে, আরশাদুল ও আশরাফুল। তারা নির্মাণ শ্রমিক। তাদের বাড়ি নওপাড়া ইউনিয়নের চোপের ঘাট এলাকায় বলে জানায়, কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান।
কালীমন্দিরের মহিলা সেবাইত তপতি মন্ডল জানিয়েছেন, সন্ধ্যায় মন্দিরে আলো জ্বালিয়ে বাড়ি যাওয়ার সময় দেখি, স্কুলের শ্রমিকরা চিৎকার-চেঁচামেচি করছে। পরে শুনতে পাই মন্দিরে আগুন লেগেছে। আমি দ্রুত এসে কালী মায়ের কাপড়ের আগুন নেভাই। কারা আগুন দিয়েছে তা দেখিনি।
নির্মাণ কাজের ঠিকাদার মনজিল শেখ বলেন, সন্ধ্যার পর শ্রমিকরা আমাকে ফোন করে জানান-মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে। শ্রমিকরা মন্দিরে গিয়ে আগুন নেভানোর কাজ করেন। এরপর উত্তেজিত গ্রামবাসী স্কুল কক্ষে শ্রমিকদের আটকে রাখে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মধুখালীতে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মধুখালীর বালিয়াকান্দি পঞ্চপল্লীর কালীমন্দিরে আগুনকে কেন্দ্র করে শ্রমিকদের পিটিয়ে হত্যা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বুধবার (২৪ এপ্রিল) এতথ্য জানান।
হামলায় আহত ৫জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতাল ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণ কাজে নিয়োজিত ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। স্কুলের পাশের মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যার পর আগুন দেওয়ার অভিযোগ তুলে স্কুলে থাকা নির্মাণ শ্রমিকদের ওপর স্থানীয় কয়েকশ মানুষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।