ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে উপজেলা প্রাণিসম্পদ এর উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ Logo একটি দল নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে : মামুনুল হক Logo নাটোরে ৭ দিনব্যাপী ট্রাফিক সেবা সপ্তাহ উদ্বোধন Logo টেকনাফে ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার Logo মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য সামগ্রী পাচারকালে ৯ চোরাকারবারী আটক Logo ‘রাষ্ট্র অন্যায়ভাবে আদিবাসীদেরকে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ বলে” Logo টেকনাফে ইয়াবাসহ আটক ১ Logo বিদ্যুৎ বিল বকেয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা Logo শেরপুরে আন্ডারপাস ব্রীজের নিচ থেকে অবৈধ ব্যবসা উচ্ছেদ Logo কুয়াকাটায় যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি

বিদ্যুৎ বিল বকেয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

এম.এ. জলিল রানা, জয়পুরহাট
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ বিল বকেয়া ১৬ লাখ,জয়পুরহাটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইএইচটি। জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সরকারি বরাদ্দ বন্ধ ১ বছর ধরে ।ফলে ধিরে ধিরে বকেয়া পড়েেছে প্রায় ১৬ লাখ ৭৩ হাজার টাকার বিদ্যুৎ বিল। এই বকেয়া পরিশোধ না করায় বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে করে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতার করণে ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষার্থীরা।
এমতাবস্থায় বাধ্য হয়েই গতকাল সোমবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটি। এর আগে, রোববার সকালে ১৬ লাখ ৭৩ হাজার ৬৮৩ টাকা বকেয়ার থাকার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন পল্লীবিদ্যুৎ সমিতি।
সরেজমিন জানা গেছে, গোপীনাথপুর আইএইচটির অ্যাকাডেমিক কার্যক্রম ২০২২ সালে শুরু হয়। তবে এখনো এর নিজস্ব ‘ইকোনমিক কোড’ বা অর্থনৈতিক কোড তৈরি হয়নি। শুরুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বরাদ্দে খরচ চলতো। কিন্তু গত ১ বছর ধরে বন্ধ হয়েছে সেই বরাদ্দও । পল্লীবিদ্যুৎ সমিতি বারবার তাগাদা দিলেও অর্থাভাবে বিল শোধ করতে পারেনি ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ফলে রোববার সকালে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আইএইচটিতে ফার্মেসি ও ল্যাব টেকনোলজি-এই দুই ট্রেডে ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ও ছাত্রীদের দুটি আলাদা হোস্টেলে ৩ শতাধিক শিক্ষার্থী আবাসিক সুবিধা নিতেন। বিদ্যুৎ না থাকায় এখন তারা চরম বিপাকে। প্রতিষ্ঠানে সোলার সিস্টেম থাকলেও সেটি অচল শুরু থেকেই । বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় রাতে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। মূলত এসব কারণেই অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করা হয়েছে। আর এ করণেই সোমবার থেকে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
আবাসিক শিক্ষার্থীরা জানান, রোববার দিবাগত রাতে আইএইচটিতে বিদ্যুৎ ছিল না। বহিরাগত ও চোর ঢুকেছিল। তারা রাতে নিরাপত্তাহীনতায় ছিলেন। দ্রুত সময়ে বিদ্যুতের এই সমস্যা সমাধান হচ্ছে না-এমনটাই জানতে পেরেছেন তারা। আর এ কারণে তারা সোমবারে হোস্টেল ছেড়ে বাড়িতে চলে যান। আবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য আইএইচটি ছুটিও ঘোষণা করেছেন।
ল্যাব টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুর ও আব্দুর রহমান বলেন, আমরা নির্ধারিত টাকা দিয়ে এখানে পড়াশোনা করছি। তারপরেও আমাদের এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেন? এটা আমরা প্রত্যাশা করিনি। কর্তৃপক্ষের কাছে দ্রুত এ সমস্যার সমাধানের দাবি করছি।
শিক্ষার্থী এনামুল হক বলেন, রোববার রাতে বিদ্যুৎহীন অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ছিলাম। রাতে বহিরাগত ও চোরের আনাগোনা টের পেয়েছি। তাই বাধ্য হয়ে হোস্টেল ছাড়েছি। এদিকে আইএইচটি অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণাও করেছে কর্তৃপক্ষ।
আইএইচটি অধ্যক্ষ ডা. মো: আব্দুল কুদ্দুস মন্ডল বলেন, প্রতিষ্ঠানটির নিজস্ব ইকোনোমিক কোড হয়নি। আর সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ না হয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয়ভারের অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছিল। গত ১ বছর ধরে সেটিও বন্ধ রয়েছে। ফলে প্রতিষ্ঠানের ১ বছরের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। পল্লীবিদ্যুৎ সমিতি একাধিকবার বিল পরিশোধের তাগাদা দিলেও পরিশোধ করতে পারিনি। এ কারণে পল্লীবিদ্যুৎ সমিতি রোববার সকাল আনুমানিক ১০টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও অসুবিধার কথা বিবেচনায় রেখে অনির্দিষ্টকালের জন্য আমরা প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করেছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি

বিদ্যুৎ বিল বকেয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপডেট সময় :

বিদ্যুৎ বিল বকেয়া ১৬ লাখ,জয়পুরহাটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইএইচটি। জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সরকারি বরাদ্দ বন্ধ ১ বছর ধরে ।ফলে ধিরে ধিরে বকেয়া পড়েেছে প্রায় ১৬ লাখ ৭৩ হাজার টাকার বিদ্যুৎ বিল। এই বকেয়া পরিশোধ না করায় বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে করে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতার করণে ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষার্থীরা।
এমতাবস্থায় বাধ্য হয়েই গতকাল সোমবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটি। এর আগে, রোববার সকালে ১৬ লাখ ৭৩ হাজার ৬৮৩ টাকা বকেয়ার থাকার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন পল্লীবিদ্যুৎ সমিতি।
সরেজমিন জানা গেছে, গোপীনাথপুর আইএইচটির অ্যাকাডেমিক কার্যক্রম ২০২২ সালে শুরু হয়। তবে এখনো এর নিজস্ব ‘ইকোনমিক কোড’ বা অর্থনৈতিক কোড তৈরি হয়নি। শুরুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বরাদ্দে খরচ চলতো। কিন্তু গত ১ বছর ধরে বন্ধ হয়েছে সেই বরাদ্দও । পল্লীবিদ্যুৎ সমিতি বারবার তাগাদা দিলেও অর্থাভাবে বিল শোধ করতে পারেনি ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ফলে রোববার সকালে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আইএইচটিতে ফার্মেসি ও ল্যাব টেকনোলজি-এই দুই ট্রেডে ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ও ছাত্রীদের দুটি আলাদা হোস্টেলে ৩ শতাধিক শিক্ষার্থী আবাসিক সুবিধা নিতেন। বিদ্যুৎ না থাকায় এখন তারা চরম বিপাকে। প্রতিষ্ঠানে সোলার সিস্টেম থাকলেও সেটি অচল শুরু থেকেই । বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় রাতে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। মূলত এসব কারণেই অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করা হয়েছে। আর এ করণেই সোমবার থেকে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
আবাসিক শিক্ষার্থীরা জানান, রোববার দিবাগত রাতে আইএইচটিতে বিদ্যুৎ ছিল না। বহিরাগত ও চোর ঢুকেছিল। তারা রাতে নিরাপত্তাহীনতায় ছিলেন। দ্রুত সময়ে বিদ্যুতের এই সমস্যা সমাধান হচ্ছে না-এমনটাই জানতে পেরেছেন তারা। আর এ কারণে তারা সোমবারে হোস্টেল ছেড়ে বাড়িতে চলে যান। আবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য আইএইচটি ছুটিও ঘোষণা করেছেন।
ল্যাব টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুর ও আব্দুর রহমান বলেন, আমরা নির্ধারিত টাকা দিয়ে এখানে পড়াশোনা করছি। তারপরেও আমাদের এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেন? এটা আমরা প্রত্যাশা করিনি। কর্তৃপক্ষের কাছে দ্রুত এ সমস্যার সমাধানের দাবি করছি।
শিক্ষার্থী এনামুল হক বলেন, রোববার রাতে বিদ্যুৎহীন অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ছিলাম। রাতে বহিরাগত ও চোরের আনাগোনা টের পেয়েছি। তাই বাধ্য হয়ে হোস্টেল ছাড়েছি। এদিকে আইএইচটি অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণাও করেছে কর্তৃপক্ষ।
আইএইচটি অধ্যক্ষ ডা. মো: আব্দুল কুদ্দুস মন্ডল বলেন, প্রতিষ্ঠানটির নিজস্ব ইকোনোমিক কোড হয়নি। আর সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ না হয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয়ভারের অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছিল। গত ১ বছর ধরে সেটিও বন্ধ রয়েছে। ফলে প্রতিষ্ঠানের ১ বছরের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। পল্লীবিদ্যুৎ সমিতি একাধিকবার বিল পরিশোধের তাগাদা দিলেও পরিশোধ করতে পারিনি। এ কারণে পল্লীবিদ্যুৎ সমিতি রোববার সকাল আনুমানিক ১০টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও অসুবিধার কথা বিবেচনায় রেখে অনির্দিষ্টকালের জন্য আমরা প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করেছি।