বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতায় র্যালি ও সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আজ রোববার পাখিমারা বাজারে স্থানীয় ডাক্তারদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে আয়োজিত এই কর্মসূচিতে চিকিৎসক, কমিউনিটি প্যারামেডিক্স, ওষুধ ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সিকদার মোঃ কামরুল ইসলাম। এছাড়াও কলাপাড়া উপজেলা শাখার ড্রাগ এন্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইব্রাহীম খলিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, বিশ্বব্যাপী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) এখন এক মারাত্মক স্বাস্থ্যহুমকি। অযথা অ্যান্টিবায়োটিক সেবন, অসম্পূর্ণ কোর্স, আত্ম-চিকিৎসা এবং পশুখাদ্যে নিয়ন্ত্রণহীন অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে জীবাণু আরও শক্তিশালী হয়ে উঠছে। এর ফলে ভবিষ্যতে সাধারণ রোগও জটিল ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
বক্তারা আরও বলেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা জরুরি এবং রোগ সেরে গেলেও সম্পূর্ণ কোর্স শেষ করা বাধ্যতামূলক।অ্যান্টিবায়োটিক বিক্রয়ে অবশ্যই রেজিস্টার খাতা বাধ্যতামূলক করতে হবে।
সেমিনারে স্বাস্থ্যকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং সঠিক স্বাস্থ্যবিধি, টিকাদান, ও পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সকলকে ধন্যবাদ জানিয়ে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।



















