ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo ‘দুর্গা পূজায় সৌজন্যে ইলিশ ভারতে পাঠানোর অনুমোদন’ Logo চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে ভারতীয় নাগরিক রামদেবকে স্বাদেশে প্রত্যাবাসন Logo নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর Logo বিহারীবস্তিতে দুস্কৃতিকারীর হামলায় শালিসি ব্যক্তিত্ব পূর্ব আহত Logo শিবগঞ্জের দ্বিতীয় দফায় ভাঙ্গনের কবলে পদ্মা পাড়ের মানুষ, ফেলা হচ্ছে জিও ব্যাগ Logo কক্সবাজারে ইউনিয়ন হাসপাতালের সাথে ভোরের পাখি সংগঠনের স্বাস্থ্য সেবা চুক্তি Logo জকসু ও সম্পূরক বৃত্তিসহ জবি শাখা বাগছাসের ৫ দাবি Logo ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের শিক্ষার্থীদের নবীন বরন Logo জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার প্রচার মিছিল সম্পন্ন

বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে ইতিহাস লালসবুজের

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ২৬১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ওয়েস্ট ইন্ডিজকে বলা হয় হার্ডহিটারদের দল। টি-টোয়েন্টি ফরম্যাটে ভীষণ শক্তিশালী তারা। দুইবার জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। এমন এক দলকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশের লজ্জা দিলো বাংলাদেশ।

কিংসটাউনে আজ (শুক্রবার) সিরিজের তৃতীয় ও টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করেছে লিটন দাসের দল। তিন ম্যাচ সিরিজ বাংলাদেশ জিতেছে ৩-০ ব্যবধানে।

টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটে কীর্তি গড়েছেন এই দুই বোলার।

বছরের শুরুতে রিশাদ হোসেন ছিলেন সম্ভাবনাময় এক লেগ স্পিনার। বছরের শেষ ম্যাচটি যখন খেললেন, তখন তার পরিচয় দলের ভরসা। মাঝের সময়টায় ছিল তার রেকর্ড গড়ার অভিযান। টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটি নতুন উচ্চতায় তুলে নিয়ে বছর শেষ করলেন তরুণ এই লেগ স্পিনার।

খুব পেছনে নেই তাসকিন আহমেদও। বাংলাদেশে পেস আক্রমণের নেতা তিনি অনেক দিন ধরেই। সাফল্য যাত্রায় এই বছরও তিনি এগিয়ে গেলেন আরেক ধাপ।

মুস্তাফিজুর রহমানকে ছাড়িয়ে এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি আগের সিরিজেই গড়েছিলেন রিশাদ। এই সিরিজে তা সমৃদ্ধ করলেন আরও। শেষ ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২১ রানে তিন উইকেট ও সিরিজে ছয় উইকেট নিয়ে এই বছর তার উইকেট মোট ২৪ ম্যাচে ৩৫টি।

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। এক বিশ্বকাপে যা বাংলাদেশের রেকর্ড।

২০২১ সালে ২০ ম্যাচে ২৮ উইকেট নিয়ে রেকর্ড ছিল মুস্তাফিজুর রহমানের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে সাত উইকেট ও শেষ ম্যাচে দুই উইকেট নিয়ে মুস্তাফিজকে ছাড়িয়ে গেছেন তাসকিনও। এ বছর তার উইকেট ১৯ ম্যাচে ৩০টি।

এই বছর ১৮ ম্যাচে ২৭ উইকেট নিয়ে রেকর্ডের চার নম্বরেও আছেন মুস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে এক ম্যাচে ১০ রানে ৬ উইকেট নিয়ে অনেকটা এগিয়ে গেছেন তিনি।

২০২১ সালে ১৮ ম্যাচে ২৫ উইকেট নিয়ে রেকর্ডের পাঁচে সাকিব আল হাসান।

এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড উগান্ডার এক বোলারের। গত বছর ৩০ ম্যাচে ৫৫ উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার আলপেশ রামজানি। উগান্ডারই আরেক বাঁহাতি স্পিনার হেনরি সেনইয়োন্দো গত বছর ৩০ ম্যাচে ৪৯ উইকেট নিয়ে আছেন রেকর্ডের দুইয়ে।

এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্ব ক্রিকেটে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট এহসান খানের। হংকংয়ের অফ স্পিনার ২৭ ম্যাচে নিয়েছেন ৪৬ উইকেট। উইকেট শিকারে রিশাদের ওপরে আছেন পাঁচ বোলার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে ইতিহাস লালসবুজের

আপডেট সময় :

 

ওয়েস্ট ইন্ডিজকে বলা হয় হার্ডহিটারদের দল। টি-টোয়েন্টি ফরম্যাটে ভীষণ শক্তিশালী তারা। দুইবার জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। এমন এক দলকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশের লজ্জা দিলো বাংলাদেশ।

কিংসটাউনে আজ (শুক্রবার) সিরিজের তৃতীয় ও টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করেছে লিটন দাসের দল। তিন ম্যাচ সিরিজ বাংলাদেশ জিতেছে ৩-০ ব্যবধানে।

টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটে কীর্তি গড়েছেন এই দুই বোলার।

বছরের শুরুতে রিশাদ হোসেন ছিলেন সম্ভাবনাময় এক লেগ স্পিনার। বছরের শেষ ম্যাচটি যখন খেললেন, তখন তার পরিচয় দলের ভরসা। মাঝের সময়টায় ছিল তার রেকর্ড গড়ার অভিযান। টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটি নতুন উচ্চতায় তুলে নিয়ে বছর শেষ করলেন তরুণ এই লেগ স্পিনার।

খুব পেছনে নেই তাসকিন আহমেদও। বাংলাদেশে পেস আক্রমণের নেতা তিনি অনেক দিন ধরেই। সাফল্য যাত্রায় এই বছরও তিনি এগিয়ে গেলেন আরেক ধাপ।

মুস্তাফিজুর রহমানকে ছাড়িয়ে এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি আগের সিরিজেই গড়েছিলেন রিশাদ। এই সিরিজে তা সমৃদ্ধ করলেন আরও। শেষ ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২১ রানে তিন উইকেট ও সিরিজে ছয় উইকেট নিয়ে এই বছর তার উইকেট মোট ২৪ ম্যাচে ৩৫টি।

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। এক বিশ্বকাপে যা বাংলাদেশের রেকর্ড।

২০২১ সালে ২০ ম্যাচে ২৮ উইকেট নিয়ে রেকর্ড ছিল মুস্তাফিজুর রহমানের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে সাত উইকেট ও শেষ ম্যাচে দুই উইকেট নিয়ে মুস্তাফিজকে ছাড়িয়ে গেছেন তাসকিনও। এ বছর তার উইকেট ১৯ ম্যাচে ৩০টি।

এই বছর ১৮ ম্যাচে ২৭ উইকেট নিয়ে রেকর্ডের চার নম্বরেও আছেন মুস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে এক ম্যাচে ১০ রানে ৬ উইকেট নিয়ে অনেকটা এগিয়ে গেছেন তিনি।

২০২১ সালে ১৮ ম্যাচে ২৫ উইকেট নিয়ে রেকর্ডের পাঁচে সাকিব আল হাসান।

এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড উগান্ডার এক বোলারের। গত বছর ৩০ ম্যাচে ৫৫ উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার আলপেশ রামজানি। উগান্ডারই আরেক বাঁহাতি স্পিনার হেনরি সেনইয়োন্দো গত বছর ৩০ ম্যাচে ৪৯ উইকেট নিয়ে আছেন রেকর্ডের দুইয়ে।

এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্ব ক্রিকেটে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট এহসান খানের। হংকংয়ের অফ স্পিনার ২৭ ম্যাচে নিয়েছেন ৪৬ উইকেট। উইকেট শিকারে রিশাদের ওপরে আছেন পাঁচ বোলার।