বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা
- আপডেট সময় : ১১:৩৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে
দূষিত শহরের দিক থেকে ঢাকাই প্রথম। খুব অস্বাস্থ্যকর শহরের তালিকায় স্থান পেয়েছে ঢাকা। তবে, এটি আজই প্রথম নয়, পরিবেশ ও বায়ু দূষণের বেলায় বার বারই ঢাকায় শক্ত অবস্থান।
ঢাকার বাতাসের মান নিয়ে পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এর পর্যবেক্ষণে রোববার (১০ মার্চ) ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়। সকাল ৯টা ১৮ মিনিটে ২২৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা।
পাশাপাশি ভারতের দিল্লি ও কলকাতা এবং পাকিস্তানের লাহোর যথাক্রমে ২০৪, ১৯০ ও ১৮৯ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।
একিউআই’র পর্যবেক্ষণ অনুযায়ী ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান অস্বাস্থ্যকর, একিউআই স্কোরকে ১৫০ থেকে ২০০ অস্বাস্থ্যকর বলে ধরে নেয়া হয়।
আর বাতাসের মন যদি ২০১ থেকে ৩০০ মধ্যে হয়, সেটা খুবই অস্বাস্থ্যকর। ৩০১ এর বেশি হলে তা ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে নেওয়া হয়। যা শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁক তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। তা হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
দীর্ঘদিন ধরেই বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।