বৃষ্টি জন্য শরীয়তপুরে রাধা কৃষ্ণের মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন
- আপডেট সময় : ১২:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে
তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। এক পশলা বৃষ্টির আশায় মানবজাতির পাশাপাশি প্রহর গুনছে প্রাণিকুল। কিন্তু কাঙ্খিত বৃষ্টির দেখা নেই। প্রতিদিন বেড়ে চলছে তাপমাত্রা।
তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে শরীয়তপুরে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
সোমবার (২৯ এপ্রিল) রাত ৮ টা নাগাদ শরীয়তপুর সদরের ধানুকা এলাকার মনসা বাড়ির শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সামনে খোলা চত্বরে এই প্রার্থনার আয়োজন করা হয়।
মন্দির কর্তৃপক্ষ জানায়, সারাদেশে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। তীব্র দাবদাহ থেকে মুক্তির আশায় অগ্নিবীণা সংঘের উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সামনে খোলা চত্বরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় হিন্দু ধর্মের শতাধিক অনুসারী অংশগ্রহণ করেন।
প্রার্থনা সভায় পুরোহিত শ্যামল চক্রবর্তী বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করেন। এসময় পুরোহিত শ্যামল চক্রবর্তী বলেন, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির আশায় বৃষ্টির জন্য ভক্তবৃন্দকে নিয়ে প্রার্থনা করেছি। ভগবান বৃষ্টি দিয়ে মানবজাতিকে তাপপ্রবাহ থেকে মুক্তির ব্যবস্থা করবেন।
মন্দির কমিটির সভাপতি সমীর কিশোর দে বলেন, প্রচন্ড তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে বিশেষ পূজা আর্চনা করা হয়েছে। ভক্তবৃন্দ সৃষ্টি কর্তার কাছে বৃষ্টির জন্য আকুতি জানিয়েছেন। প্রার্থনা সভা চলাকালে অনেক ভক্ত কান্নায় ভেঙ্গে পেড়েন।