বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৭১০০ টন চাল আমদানি
- আপডেট সময় : ৮১ বার পড়া হয়েছে
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২১ দিনে সাত হাজার ১০০ মেট্রিকটন চাল আমদানি করা হয়েছে। ৪০ দিনের মধ্যে ২১ কার্যদিবসে প্রায় ৭৫টি চালানের বিপরীতে ২০৩টি ট্রাকে করে ৭ হাজার ১০০ মেট্রিকটন মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে।
এতথ্য নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ।
দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে দীর্ঘ চার মাস পর বাংলাদেশ সরকার দেশের সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। আমদানিকারকের পক্ষে চাল ছাড়করণের জন্য পাঁচটি সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট কাজ করছেন।
সিঅ্যান্ডএফ অ্যাজেন্টের প্রতিনিধি আলীম হোসেন বলেন, চাল আমদানির শুরু থেকে আমরা কাস্টমস হাউসে চাল ছাড়করণের জন্য কাজ করে আসছি। দীর্ঘদিন পর গত ২১ আগস্ট থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। যে পরিমাণ চাল আমদানি হয়েছে তার অধিকাংশই ভূঁইয়া এন্টারপ্রাইজের মাধ্যমে আমরা ছাড়করণ করেছি।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, গত ২১ আগস্ট থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। শারদীয় দুর্গাপূজার বন্ধের কারণে চাল আমদানি বন্ধ রয়েছে। ওপারে পেট্রাপোল বন্দরে বেশকিছু চালবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এভাবে আমদানি অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে বাজারে চালের দাম কমে আসবে বলে মনে করেন তিনি।
উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, বেনাপোল বন্দর দিয়ে গত ২১ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে ভারত থেকে ৭ হাজার ১০০ মেট্রিকটন চাল আমদানি করা হয়েছে। আমদানিকৃত চাল পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত খালাসের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।















