ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

বেনাপোলে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাত ১০ টার দিকে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
ফেরত আসারা হলেন, আমিনুর রহমান (৫৬) ও আব্দুল্লাহ আল মামুন (২৯), হোসেন আলী (২৫), আব্দুল হান্নান (৬০), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (০৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (০৪), তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১) ও শেফালী খাতুন (৩৬)। তাদের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলায়।
বিজিবি জানায়, ভালো কাজের আশায় তাঁরা দালালের মাধ্যমে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। প্রায় চার বছর ধরে তারা সেখানে কলকাতা অঞ্চলে অবৈধভাবে অবস্থান করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। শনিবার রাতে রঘুনাথপুর বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবির রঘুনাথপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমানের কাছে ১৫ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পেট্রাপোল বিএসএফের ক্যাম্প কমান্ডার এসি প্রবীণচান্দ। এরপর বিজিবি তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল আল মামুন সাহা জানান, আইনি প্রক্রিয়া শেষে বিএসএফের হস্তান্তর করা ১৫ জনকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেনাপোলে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

আপডেট সময় :

বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাত ১০ টার দিকে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
ফেরত আসারা হলেন, আমিনুর রহমান (৫৬) ও আব্দুল্লাহ আল মামুন (২৯), হোসেন আলী (২৫), আব্দুল হান্নান (৬০), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (০৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (০৪), তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১) ও শেফালী খাতুন (৩৬)। তাদের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলায়।
বিজিবি জানায়, ভালো কাজের আশায় তাঁরা দালালের মাধ্যমে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। প্রায় চার বছর ধরে তারা সেখানে কলকাতা অঞ্চলে অবৈধভাবে অবস্থান করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। শনিবার রাতে রঘুনাথপুর বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবির রঘুনাথপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমানের কাছে ১৫ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পেট্রাপোল বিএসএফের ক্যাম্প কমান্ডার এসি প্রবীণচান্দ। এরপর বিজিবি তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল আল মামুন সাহা জানান, আইনি প্রক্রিয়া শেষে বিএসএফের হস্তান্তর করা ১৫ জনকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।