কুড়িগ্রামে এব্রা ৫ শতাধীক মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে
ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
আর মাত্র কদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। পূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছে কুড়িগ্রামের প্রতিমা তৈরীর কারিগররা। প্রতীমার চাহিদা এবার বেশি থাকলেও সময় স্বল্পতার কারণে চাহিদা মাফিক যোগান দিতে পারছেন না তারা। তবে গত বছরের তুলনায় এবার প্রতিমার দাম কিছুটা বেশি বলে জানিয়েছে মালাকার ও প্রতিমা তৈরীর কারিগররা।
প্রতিমায় লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, ময়ূর, পেঁচা সবকিছু তৈরি প্রায় শেষ পর্যায়ে। তবে মূল প্রতিমা দেবী দুর্গার কাজ কিছুটা বাকি রয়েছে। সময় স্বল্পতার কারণে পরিবার পরিজন নিয়ে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছে তারা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার, সদর উপজেলার কাঁঠালবাডী,দাশেরহাট, ঘোগাদহসহ একাধিক এলাকায় তৈরী হচ্ছে দেবী দূর্গার প্রতিমা। তবে চাহিদা বেশি থাকার কারণে হিমশিম খাচ্ছেন কারিগররা। কেউ কেউ রাত জেগেও করছেন প্রতিমা তৈরীর কাজ। প্রতিমা তৈরির কারিগররা জানান, প্রতিমার কাঠামোর উচ্চতার ওপর ভিত্তি করে এবছর সর্বনিম্ন ২০ থেকে ২৫ হাজার ও সর্ব্বোচ্চ ৩০ থেকে ৩৫ হাজার টাকায় প্রতিমার অর্ডার নিয়েছেন তারা।
রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার এলাকার প্রতিমা শিল্পী তপন মালাকার গনেশ মালাকার জানান এবছর প্রতিমা তৈরীতে পূর্ব প্রস্তুতি না থাকায় হিমশিম খাচ্ছেন তারা। তবে এবার প্রতিমার চাহিদা বেশি থাকার কারণে দামও কিছুটা ভালো পাচ্ছেন ।
এবার পূজার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও বিগত বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে কুড়িগ্রামে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে আশা করছেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায় । তিনি বলেন এখনও প্রতিমাগুলো মন্দিরে আসেনি মালাকারদের বাড়ীতে সেখানে প্রশাসনিক নজরদারি বাড়ানোর অনুরোধ জানান যাতে কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে ।
সট- দুলাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক, জেলা পুজা উদযাপন পরিষদ, কুড়িগ্রাম।
জেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে ,জেলায় এবার ৫০০টির বেশি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয়া দুর্গোৎসব। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা তারা আশা করেন প্রতিবছরের ন্যায় এবারো কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে আনন্দ আয়োজনের মধ্যদিয়ে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে ।