সংবাদ শিরোনাম ::
ব্রক্ষ্মপুত্র নদীর আগ্রাসী ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন

শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম
- আপডেট সময় : ৪৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে ব্রক্ষ্মপুত্র নদীর আগ্রাসী ভাঙ্গন রোধে জরুরী ব্যাবস্থা গ্রহনের দাবিতে খেলাফত মজলিসের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । জেলা সদরের পাঁচগাছি ইউনিয়নের পুর্ব গোবিন্দপুর ও আজিদপাড়ার ভাঙ্গন প্রতিরোধের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন খেলাফত মজলিস জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী নুরুজ্জামান, সহসাধারণ সম্পাদক মাওলানা সহিদুল ইসলাম, আসাদুজ্জামান রাজু, সদর উপজেলার নেতা আলি হাসান, মাওলানা আতাউর রহমান, মোঃ নুরনবী প্রমুখ । বক্তারা অবিলম্বে ব্রক্ষ্মপুত্রের ভাঙ্গন রোধে দ্রুত ব্যাবস্থা নেয়ার দাবী জানান । তা নাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ।