ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে সরকার
- আপডেট সময় : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
ভারত থেকে ফের ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কিনছে বাংলাদেশ। দেশটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা চালের জন্য ব্যয় হবে, ২৭৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লি. এই চাল সরবরাহ করবে।
প্রতি মেট্রিক টন ৪৫৮ দশমিক ৮৪ মার্কিন ডলার হিসাবে ৫০ হাজার টন চাল আমদানিতে ব্যয় হবে ২ কোটি ২৯ লাখ ৪২ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৭৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।
প্রতি কেজি চালের ক্রয় মূল্য ৫৫ টাকা ৬ পয়সা। গত বছরের ৪ ও ১৮ ডিসেম্বর ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন করে নন-বসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে ৪ ডিসেম্বর আমদানির অনুমোদন দেয়া প্রতি কেজি চালের মূল্য ধরা হয় ৫৬ টাকা ১২ পয়সা।
আর ১৮ ডিসেম্বর আমদানির অনুমোদন দেয়া প্রতি কেজি চালের মূল্য ধরা হয় ৫৪ টাকা ৮০ পয়সা। উল্লেখ্য, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং জিটুজি পদ্ধতিতে ১ লাখ টন আতপ চাল ক্রয়ের চুক্তি সম্পাদিত হয়েছে বলে খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।