ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বিইউপিতে বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন Logo সুনীল অর্থনীতি সমৃদ্ধশীল করার লক্ষ্যে উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তায় কোস্টগার্ড Logo শৈলকুপায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo ইসলামপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত  Logo কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী পলাতক মুন্নার অপরাধ জগত নিয়ন্ত্রণ করছে সেকেন্ড ইন কমান্ড ফরিদ  Logo পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালীতায়, ভাঙনরোধে ৬ কোটি টাকার প্রকল্প জলে যাবে  Logo প্রচণ্ড গরমে কেশবপুরে  তালশাঁসের কদর বেড়েছে কেশবপুরে তালের শাঁস বিক্রির ধুম Logo বাগেরহাটে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের গ্রাহকদের টাকা ফেরত ও মালিকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন Logo হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরস মাহফিল রোববার থেকে শুরু, নিরাপত্তার চাদর Logo পত্নীতলায় বিজিবি’র অভিযানে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার 

ভারতে পালানোকালে আটক মানিককে সিলেট আদালতে ডিম-জুতা নিক্ষেপ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ভারতে পালিয়ে যাবার সময় বিজিবির টহল দলের হাতে আটক মানিককে শনিবার যখন সিলেট চুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোলা হয়, তখন আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করে। এসময় কয়েকজন তার ওপর হামলার চেষ্টাও চালায়। পরে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টাকালে বিচারপতি মানিককে আটক করে বিজিবি।

মোটা অংকের টাকা সঙ্গে নিয়ে শুক্রবার গভীররাতে ভারতে পালিয়ে যাবার সময় সিলেট কানাইঘাট ডানা সীমান্তে বিজিবি টহলদলের হাতে আটক হওয়া সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বিজিবির কাছে তিনি স্বীকার করেছেন, তার কাছে ৭০ লাখ টাকা ছিলো। তার সঙ্গে থাকা এই টাকা দুইজন লোক তাকে মারধর করে নিয়ে গেছে।

এখন তার কাছে পাসপোর্ট ও কিছু টাকা আছে। মানিককে সীমান্ত পার করার কথা বলে দালালরা সিলেটের কানাইঘাট ডনা সীমান্তে নিয়ে গিয়ে একটি ঝোপের পাশে শুয়ে থাকতে বলে। তারাই মোবাইল ফোন ও টাকা নিয়ে গেছে। ঢাকার বাড্ডা থানার একটি হত্যা মামলায় মানিককে কারাগারে পাঠায় আদালত।

অবৈধভাবে ভারতে পালিয়ে যাবার সময় বিজিবির হাতে আটক হন বিতর্কীত সাবেক বিচারপতি শামসুদ্দিন আহম্মদ মানিক বলেন, দু’জন ব্যক্তি তাকে মারধর করে সেই টাকা নিয়ে গেছে।


সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে।

একই অভিযোগে বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মো. জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন।

আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিচারপতি মানিক নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচিত-সমালোচিত।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে উপস্থাপিকার সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। পরে তিনি ওই উপস্থাপিকার কাছে লিখিত ক্ষমা চান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে পালানোকালে আটক মানিককে সিলেট আদালতে ডিম-জুতা নিক্ষেপ

আপডেট সময় : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

 

ভারতে পালিয়ে যাবার সময় বিজিবির টহল দলের হাতে আটক মানিককে শনিবার যখন সিলেট চুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোলা হয়, তখন আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করে। এসময় কয়েকজন তার ওপর হামলার চেষ্টাও চালায়। পরে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টাকালে বিচারপতি মানিককে আটক করে বিজিবি।

মোটা অংকের টাকা সঙ্গে নিয়ে শুক্রবার গভীররাতে ভারতে পালিয়ে যাবার সময় সিলেট কানাইঘাট ডানা সীমান্তে বিজিবি টহলদলের হাতে আটক হওয়া সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বিজিবির কাছে তিনি স্বীকার করেছেন, তার কাছে ৭০ লাখ টাকা ছিলো। তার সঙ্গে থাকা এই টাকা দুইজন লোক তাকে মারধর করে নিয়ে গেছে।

এখন তার কাছে পাসপোর্ট ও কিছু টাকা আছে। মানিককে সীমান্ত পার করার কথা বলে দালালরা সিলেটের কানাইঘাট ডনা সীমান্তে নিয়ে গিয়ে একটি ঝোপের পাশে শুয়ে থাকতে বলে। তারাই মোবাইল ফোন ও টাকা নিয়ে গেছে। ঢাকার বাড্ডা থানার একটি হত্যা মামলায় মানিককে কারাগারে পাঠায় আদালত।

অবৈধভাবে ভারতে পালিয়ে যাবার সময় বিজিবির হাতে আটক হন বিতর্কীত সাবেক বিচারপতি শামসুদ্দিন আহম্মদ মানিক বলেন, দু’জন ব্যক্তি তাকে মারধর করে সেই টাকা নিয়ে গেছে।


সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে।

একই অভিযোগে বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মো. জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন।

আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিচারপতি মানিক নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচিত-সমালোচিত।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে উপস্থাপিকার সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। পরে তিনি ওই উপস্থাপিকার কাছে লিখিত ক্ষমা চান।