ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগপূর্বক দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশে তার বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের শতাধিক হত্যা মামলা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি)।

 এমন প্রেক্ষাপটে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি সামনে এলো। শনিবার (৩১ আগস্ট) রয়টার্সকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু অনেক মামলা হয়েছে। তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তবে বিষয়টি ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

 
তিনি বলেন, যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে তাকে (শেখ হাসিনাকে) ফেরত চাইতে হবে। যদি এমন দাবি ওঠে তাহলে সেটা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির তৈরি করবে। সুতরাং আমি মনে করি, ভারত সরকারও এটা জানে এবং আমি নিশ্চিত যে, সেক্ষেত্রে তারা বিষয়টি বিবেচনায় রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ

আপডেট সময় :

 

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগপূর্বক দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশে তার বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের শতাধিক হত্যা মামলা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি)।

 এমন প্রেক্ষাপটে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি সামনে এলো। শনিবার (৩১ আগস্ট) রয়টার্সকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু অনেক মামলা হয়েছে। তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তবে বিষয়টি ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

 
তিনি বলেন, যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে তাকে (শেখ হাসিনাকে) ফেরত চাইতে হবে। যদি এমন দাবি ওঠে তাহলে সেটা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির তৈরি করবে। সুতরাং আমি মনে করি, ভারত সরকারও এটা জানে এবং আমি নিশ্চিত যে, সেক্ষেত্রে তারা বিষয়টি বিবেচনায় রাখবে।