ভারতের পানিতে সয়লাব ৫ জেলা, আখাউড়া ইমিগ্রেশন ও স্থলবন্দর জলমগ্ন
- আপডেট সময় : ০৯:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
ভারতের ঢলে দেশের উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব ও পূর্বাঞ্চলের ৫ জেলার নিম্নাঞ্চলে বন্যা কবলিত হয়ে পড়েছে। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। সেই সঙ্গে পানিবন্দী লাখো মানুষ। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। ক্ষতিগ্রস্ত হয়েছে সব্জিক্ষেত, ভেসে গেছে মাছের ঘের।
আগরতলা থেকে নেমে আসা পানিতে আখাউড়া ইমিগ্রেশন ও স্থলবন্দর জলমগ্ন। পানির তোড়ে পাশের বেইলী রোড ভেঙ্গে গিয়ে যোগাযোগ বন্ধ। ইমিগ্রেশনে হাটু পানি।
বুধবার উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ; দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী ও চট্টগ্রাম এবং পূর্বাঞ্চলের কুমিল্লা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। সন্ধ্যায় কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরি, ফেনী, হালদা ও গোমতী নদীর পানি জেলার ১১টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
৮টি নদ-নদীর পানি বুধবার সন্ধ্যায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টার পর নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হবার কথা জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী আহমেদ বুধবার বিকেলে সংবাদমাধ্যমকে বলেন, মূলত (উজানে) অতিবৃষ্টির কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ভারতের ত্রিপুরায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এবং অনেকটা জায়গাজুড়ে এই বৃষ্টি হয়েছে।
বাংলাদেশের পূর্বে অবস্থিত ভারতের ত্রিপুরায় কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রবল বন্যা দেখা দিয়ছে। এর প্রভাব পড়েছে দেশের দক্ষিণ-পূর্ব ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে। এসব অঞ্চলে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।
অন্যদিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে মেঘালয় রাজ্যে অতি ভারি বর্ষণের ফলে উজান থেকে আসা ঢলে উত্তর-পূর্বাঞ্চলের জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চলেও বন্যা অবণতি ঘটেছে।