ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ভালুকা বিএনপির সাবেক আহবায়ক বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

আবিদ হাসান, ভালুকা (ময়মনসিংহ)
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সম্প্রতি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির অনুমোদনক্রমে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পুনরায় দলের প্রাথমিক সদস্যপদ লাভ করেছেন এবং সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।
এ বিষয়ে পূর্বের সংবাদ: বিএনপি’র বহিস্কারাদেশ প্রত্যাহার
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও তৃণমূলের ঐক্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু দীর্ঘদিন ধরে ভালুকা উপজেলার বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার পুনর্বহালের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ যুবদল,সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম (বুলবুল) বলেন বাচ্চু সাহেবের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় নেতার দলে ফেরা সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করবে এবং তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
দলীয় পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ভালুকা উপজেলা বিএনপি আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে পারবে এই পুনর্বহাল সিদ্ধান্তের ফলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভালুকা বিএনপির সাবেক আহবায়ক বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট সময় :

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সম্প্রতি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির অনুমোদনক্রমে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পুনরায় দলের প্রাথমিক সদস্যপদ লাভ করেছেন এবং সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।
এ বিষয়ে পূর্বের সংবাদ: বিএনপি’র বহিস্কারাদেশ প্রত্যাহার
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও তৃণমূলের ঐক্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু দীর্ঘদিন ধরে ভালুকা উপজেলার বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার পুনর্বহালের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ যুবদল,সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম (বুলবুল) বলেন বাচ্চু সাহেবের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় নেতার দলে ফেরা সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করবে এবং তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
দলীয় পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ভালুকা উপজেলা বিএনপি আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে পারবে এই পুনর্বহাল সিদ্ধান্তের ফলে।